--------- ♥" প্রিয় মা "♥ ---------
মা তুমি বিশ্ব জুরে, ধূলে ঝেরে নিয়েছ কোলে,
ঘুম পারিয়েছ রাত জেগে,তবুও কস্ট নেই তোমার মনে!
মাগো তোমার হৃদয় মাঝে,এতই স্নেন পায়নি আমি ভূবন ঘুরে,,
লিখছি মাগো তোমায় নিয়ে,পরছে মনে ক্ষনে ক্ষনে।।
![]() |
♥ প্রিয় মা ♥ |
গ্রীষ্ম,বর্ষা শীতের টানে দাও নি ব্যাথা কস্ট পূরে,
দেখে মাগো তোমার হাসি,ঝলছে উঠে এই জগতের প্রভাতি।।
তাই তো মাগো বলতে আসি, তোমায় মাগো অনেক অনেক ভালোবাসি।।
দেখে মাগো তোমার হাসি,ঝলছে উঠে এই জগতের প্রভাতি।।
তাই তো মাগো বলতে আসি, তোমায় মাগো অনেক অনেক ভালোবাসি।।
পোস্ট রেটিং করুন
1 comment
Sort by
i love all mothers.
ReplyDelete