[Music] সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া

 সন্ধ্যার ছায়া নামে - Shondhar Chaya Name  

সন্ধ্যার ছায়া নামে - Shondhar Chaya Name
সন্ধ্যার ছায়া নামে - Shondhar Chaya Name

সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া

একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে,
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে
সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া

আঁধারের শেষে জানি আছে শুধু আলো,
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author
1 comment
Sort by