[ Poem ] পাতা সমাচার

 পাতা সমাচার  
 পাতা সমাচার
 পাতা সমাচার  

নিম পাতাতে ঔষধি গুন
তুলসী পাতায় সুখ,
পান পাতাতে বিয়ের কনে
লাজে ঢাকে মুখ।
ডাল ফোঁড়নে কারি পাতা
চাটনি ধনে পাতায়,
তেজ পাতাতে নাইরে তেজ
কিইবা আসে যায়।
বেল পাতাতে হয়রে পূজো
তালপাতাতে বাঁশী,
কলাপাতায় পাতুরী ইলিশ
খেতে যে ভালবাসি।
লাউয়ের পাতা, পালং পাতা
মূলার পাতা হলে,
পাতার পরিচয় যায়রে ঘুচে
শাকই সবাই বলে।
খাতার পাতায় যায়রে লেখা
চোখের পাতায় ঘুম,
মনের পাতায় অনেক স্মৃতি
থাকলো নাহয় গুম্।
হাত পাতায় লজ্জা ভীষণ
কান পাতায় দোষ,
হাঁড়ি পাতা দই য়ের স্বাদ
খেলেই বলে জোশ্।
কাঁঠাল পাতা পেলে ছাগল
চিবায় মনের সুখে,
তামাক পাতা পেলে মানুষ
ধোঁয়া ছাড়ে মুখে!
বিছুটি পাতা ঘষলে গায়ে
বোবাও কথা বলে,
আড়ি পাতা দোষের কাজ
দেখলেই গা জ্বলে।
জীবন পাতার সবুজ রঙ
সময়ে হয় ফিকে,
শুকিয়ে গেলে যাবে ঝরে
কেউ রবেনা টিকে।
ফাঁদ পাতা এই দুনিয়াতে
সবাই ধরা পড়ে,
কচু পাতায় জলের মতো
জীবন নড়েচড়ে !
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!