কিপ্টা বন্ধুদের সাথে মজা
বাংলা মজার গল্প।
Bengali Funny Story
Bangla Mojar Funny Golpo
আবিরের বাড়িতে চারজন বন্ধু এসেছে।
আর তখন আবির তার বউকে চা বানাতে বললেন।
।
আবিরের বউ রান্নাঘরে আবিরকে ডাকলো এবং বললোঃ- চিনি তো সব শেষ, একফোঁটাও নেই, চা বানাবো কি করে?
।
আবিরঃ- তুমি বানাও তো চা, বাকিটা আমি ম্যানেজ করে নেবো।
।
আবিরের বউ চা বানিয়ে পরিবেশন করলেন।
।
তখন আবির বললেনঃ - বন্ধুরা আজ আমরা একটা মজার খেলা খেলবো। এই 4টা চা-এর কাপগুলোর মধ্যে একটা কাপে চিনি
দেওয়া নেই, এখান থেকে সবাই একটা করে কাপ নেবে আর যার কাপে চিনি থাকবে না, সে আগামী মঙ্গলবার আমাদের সবাইকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে।
।
Bengali Funny Story
।
অতঃপর চা খাবার পর প্রশ্ন করা হলে সবাই স্বীকার করে নিলেন যে তাদের চায়ে চিনি ঠিকই ছিলো।
আর একজন তো বলেই বসলেন যেঃ- বৌদি আপনি কি আমার কাপে ডবল চিনি দিয়েছিলেন নাকি ??
পোস্ট রেটিং করুন
টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!