Kobita Otripto - অতৃপ্ত বাসনা

Kobita Otripto - অতৃপ্ত বাসনা

Kobita Otripto - অতৃপ্ত বাসনা
Kobita Otripto - অতৃপ্ত বাসনানুসরাত শারমিন ।
তোমার কাছে ভালোবাসা মানে কিছু দামি উপহার,
আমার কাছে ভালোবাসা হলো শুধুই তোমার কেয়ার।

তোমার কাছে ভালোবাসা মানে দিনের শেষে অবসরে আমায় একটু মনে করা,
আমার কাছে ভালোবাসা মানে শত ব্যস্ততার মাঝেও তোমায় মনে পড়া।

প্রথম আলাপনে বলেছিলে, বলবে না কখনো ভালোবাসো,
শুধু সারাদিন নিয়ম করে আমার খোঁজ-খবর রেখো।

তোমার খোঁজ রাখাটাই হলো আমার প্রতিদিনের রুটিন,
তাই বলে কখনো আমি পাইনি একটু তোমার মন।

আমার চিন্তা-ভাবনা ও কামনায় শুধুই বিরাজমান তুমি,
তুমি বিনা আমার জীবন যেন শুধুই খা খা মরুভূমি।

তবুও আমি তোমার হৃদয়ে বসত করি না কখনো,
তোমার হৃদয়ে যেন অন্য কেউ রয়েছে বসানো।

থাকবো প্রতীক্ষায়, মনের কোণে বসাবে আমায় একদিন,
আফসোস! দেখার জন্য হয়তো আমি থাকবো না সেদিন।

তোমার অপেক্ষায় যতগুলো প্রহর গুণে চলেছি আমি,
মনে রেখো তার অধিক প্রহর গুণবে একদিন তুমি।

ঐ দূর আকাশের তারা হয়ে যখন জ্বলবো মিটিমিটি,
যদি মনে পড়ে আমায় চিৎকার করে বলো ভালোবাসি!

এক জন্মের ভালোবাসার সাধ ঘুচবেগো আমার,
বর্ষা হয়ে খুশির অশ্রু ঝরাবো গায়ে তোমার।

Tags:- bangla romantic kobita,bangla kobita bangladesh,bangla kobita lyrics,maya bangla kobita,bangla kobita sms,bangla kobita collection,bangla sad kobita,bangla kobita pdf,Kobita Otripto - অতৃপ্ত বাসনা
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!