Kobita - আবেদন পত্র

Kobita - আবেদন পত্র

Kobita - আবেদন পত্র
Kobita - আবেদন পত্রবেদুইন পথিক।

প্রিয়তমা,
তুলে নাও তোমার অলিখিত অর্ডিন্যান্স
কাছে টেনে নাও তোমার। খুব কাছে।
আমি পেতে চাই তোমার শারীরিক উষ্ণতা
গলে যেতে চাই নারকেল তেলের মত।
বারেক পড়তে দাও আমায় বিপ্লবের ইশতেহার।
কী লাভ কঠিন মলাটে ঢেকে রেখে?

পড়তে দাও আমায়। বিপ্লবী হতে চাই ফের।
না কেন? গাযা-রাফার বিপ্লবীরা কি তবে
জায়নিস্ট মৃত্যু পরওয়ানার ভয়ে
তাওয়াফ করেনা প্রেয়সীর সাফা-মারওয়া?
তবে কি কাশ্মীরী মুজাহিদরা হাইবারনেশনেই
কাটিয়ে দেয় পুরোটা যৌবনকাল?

প্রিয়তমা, ক্রীতদাস কি নারীর স্টোভে
রান্না চাপাতে পারেনা কস্মিনকালেও?
কেঁচো কি বর্ষাতেও নাহে না বানের নতুন জলে?
না প্রিয়তমা না।

সবাই বিপ্লবের নতুনত্ব খোঁজে সঙ্গমে।
প্রতিটি নারীই হলো একেকটি বিপ্লবের ইশতেহার।

প্রিয়তমা,
একবার তুলে নাও তোমার অলিখিত অর্ডিন্যান্স
কসম প্রিয়তমা, চে’ কিংবা তিতুমীর
হয়ে যাবো এবার। আর কখনো অবাধ্য হবো না।

Tags:- bangla romantic kobita,bangla kobita bangladesh,bangla kobita lyrics,maya bangla kobita,bangla kobita sms,bangla kobita collection,bangla sad kobita,bangla kobita pdf
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!