Golpo - সারপ্রাইজ বিড়ম্বনা

সারপ্রাইজ বিড়ম্বনা


#সারপ্রাইজ বিড়ম্বনা
#সারপ্রাইজ বিড়ম্বনাবরকে বার বার করে বললাম,আমার না ভীষন সারপ্রাইজ পেতে

ভালো লাগে।এবার আমাদের সেকেন্ড এনিভার্সেরিতে
সারপ্রাইজ দিও আমাকে।
সে ল্যাপটপে মুখ গুজে বলল,তোমাকে কি ধরনের সারপ্রাইজ
দিলে তুমি খুশি হবা!
বিশ্বাস করেন,মনের দুঃখে ইচ্ছে করছিলো নিজের মাথার চুল
নিজে ছিড়ে ফেলি।কেমন সারপ্রাইজ দিবে সেটা আমাকে
জিজ্ঞেস করছে!আগে বলে দিলে সেটা সারপ্রাইজ কিভাবে
হয়!
অফিসে যাওয়ার আগে আবার বলল,কই বললে না তো কি
ধরনের সারপ্রাইজ দিলে তুমি খুব সারপ্রাইজ হবে!
একটা কথাও বললাম না।চুপচাপ রান্না ঘরে চলে গেলাম।
রাতে খাবার টেবিলে বসে আমাকে বলল,কি ব্যাপার তোমার মুখ
কালো কেনো!
আমি কিছু না বলে টেবিল থেকে উঠতে গিয়ে সেন্সলেস
হয়ে পরে গেলাম।চোখে মুখে পানিটানি দিয়ে সে আমার
সেন্স ফেরালো।
পরের দিন আমার ডাক্তার ফ্রেন্ডের চেম্বারে নিয়ে
গেলো সেন্সলেস হওয়ার কারন জানতে।
ডাক্তার মানে আমার ফ্রেন্ড কত গুলো টেস্ট করে বলল,আমি
যেটা ভাবছি যদি সেটা হয় তাহলো তো ভীষন চিন্তার ব্যাপার।
তবে ঘাবড়াস না আমি আছি তো।দেখছি রিপোর্ট হাতে পেয়ে
নেই আগে তারপর সব কিছুর মোকাবেলা করবো।
ওর কথা গুলো শুনে বর ভীষন চিন্তায় পরে গেছে।রিপোর্ট
পাওয়ার জন্য অস্থির হয়ে আছে।রাতে আমার ডাক্তার ফ্রেন্ড
কল করে বলল,যা ভেবেছিলাম তার চেয়েও ভয়ানক ব্যাপার।তুই
এখনি ভেঙ্গে পড়িস না কালকে তোর বরকে নিয়ে চেম্বারে
চলে আয় সমস্তটা খুলে বলবো।
চিন্তায় সারা রাত ওর ঘুম হচ্ছে না।কিছুক্ষন পরপর উঠে পানি খাচ্ছে
আর বলছে,তোমার কিছু হবে না দেখো।রিপোর্ট না দেখা
পর্যন্ত আমার শান্তি নেই।
সকাল সকাল তারাতারি রেডি হয়ে বরকে নিয়ে চেম্বারে গেলাম।
ফ্রেন্ড গম্ভীরভাবে ওর দিকে তাকিয়ে বলল,আপনার আরো
যত্নশীল হওয়া উচিত ছিলো আপনার বউয়ের প্রতি।এরকম সিরিয়াস
একটা কন্ডিশনে চলে এসেছে কি বলবো আর আপনাকে।
আপনি নিজেই দেখে নিন রিপোর্ট।
ও কাঁপা কাঁপা হাতে রিপোর্ট নিয়ে কেঁদে ফেলবে এমন
অবস্থা।এর মধ্যেই এক পলক রিপোর্ট দেখে আরেক পলক
চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে রইলো।
কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেনো!
বেচারা বর রাগি স্বরে বলল,র্রিপোর্টে তো তোমার
প্রেগন্যান্সির কথা লেখা!
একটা হাসি দিয়ে বললাম,সারপ্রাইজ!!! এবার বুঝলে তো সারপ্রাইজ
কিভাবে দিতে হয়!

#সারপ্রাইজ বিড়ম্বনা
Zannatul Eva
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!