কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালোই আছি।
আজ আমি কোন বিষয়ে লিখতে যাচ্ছি আশা করচি আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।
সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি এপস বা সফটওয়্যার ছাড়াই।
সত্যি বলতে আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যদি আমার সাদা কালো ছবি গুলো রঙ্গিন করতে পারতাম।
আর এই বিষয়ে ইউটিউব করতে গিয়ে কিছু অদ্ভুত সাইট এর সাথে পরিচিত হলাম।
যেখানে কোন এপস বা সফটওয়্যার ব্যবহার না করেই নিমিষে সাদা কালো ছবি গুলাকে রঙ্গিন করে তোলা সম্ভব।
এসব দেখে প্রথমে আমি ১ টি টেস্ট চালা লাম এবং সফল ভাবে সাদা কালো ছবি টিকে রঙ্গিন করতে সক্ষম হয়েছিলাম।
আমি জানি আপনারা হয়ত অনেকে এই বিষয়ে জানেন। কিন্তু আমি অজানা ছিলাম।
আমার মত অনেকে আছে , যারা এই বিষয়ে অনেকেই জানে না।
আজকের লেখনি শুধু মাত্র তাদের জন্যই , যারা এখন পর্যন্ত এই বিষয়ে জানেন না।
প্রথমেই বলে রাখি এটি আমরা কোন প্রকার এপস বা সফটওয়্যার এর সাহায্য নিব না।
কোন রুপ ফটোশপ ও ব্যবহার করব না। কেন না আমরা সবাই ফটোশপ ভালো মত পারি না।
আর আমি যেটি দেখাতে যাছি সেটি যদি আপনি ফটোশপ এ করতে চান তবে অনেক সময়ের প্রয়োজন হবে।
প্রশ্ন থাকতেই পারে। তবে আমরা এই কাজ টা অতি সহজে ১ টি ওয়েবসাইট এর সাহায্যে করব।
ওয়েবসাইট টি আমার অসাধারন লেগেছিল। মজার বিষয় হল আপনি এটি নিমিষেই করতে পারবেন এবং
কোন প্রকার দক্ষতা ছাড়াই।
এখানে আপনি দুই ধরনের ছবির কাজ করতে পারবেন। যথাঃ -
১। সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি ও
২। পুরনো কোন ছবি কে ক্লিয়ার ছবি।
প্রথম ধাপঃ -
আপনাকে সর্ব প্রথম এই লিংকে প্রবেশ করতে হবে।
https://imagecolorizer.com/
প্রবেশ করার পর নিচের মত হোম পেজ আসবে।
![]() |
| সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি |
আমি যেহেতু সাদা কালো ছবি কে রঙ্গিন করব তাই প্রথম টাতে ক্লিক করব অর্থাৎ IMAGE COLORIZER লেখার উপর। এবার আরেক টি পেজে চলে আসব।
দ্বিতীয় ধাপঃ -
![]() |
| পুরনো কোন ছবি কে ক্লিয়ার ছবি |
এই পেজে সাদা কালো ছবি টি আপলোড করার ১ টি বক্স দেখতে পারবেন।
আপনার সাদা কালো ছবি টি সেলেক্ট করে দিন।
সেলেক্ট করার সাথে সাথে ছবি টি আপলোড হয়ে যাবে।
এর পাশেই START CANCEL অপশন পাবেন।
আপনি START এ ক্লিক করে পরের ধাপে চলে যাবেন।
তৃতীয় ধাপঃ -
![]() |
| সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি |
START এ ক্লিক করার সাথে সাথে ছবি টির কাজ শুরু হয়ে যাবে। ১ টু অপেক্ষা করুন দেখবেন DownLoad লেখা দেখাবে।
আপনি DownLoad লেখার উপর ক্লিক করার সাথে সাথে নিউ ১ টি ট্যাব ওপেন হবে। নিউ ট্যাবেই আপনার কাক্ষিত ছবি টি দেখতে পারবেন।
ছবি টি DownLoad করার জন্য ছবি টির উপর চেপে ধরুন আর পিসি ইউজার রা মাউস রাইট ক্লিক করুন DownLoad অপশন পেয়ে যাবেন এবং DownLoad করে ফেলুন।
![]() |
| DownLoad করার পূর্বে |
![]() |
| DownLoad করার পূর্বে |
Download Links
Share
We noticed you're using an ad-blocker. Our content is free because of ads. Please support us by whitelisting our site.
Post a Comment