How To Create Blogger Website Step By Step Bangla , Happy BlogSpot !

 How To Create Blogger Website Step By Step Bangla , Happy BlogSpot !

হেলো বন্ধুরা ,
কেমন আছেন আপনারা ? আশা করি সকলেই ভালই আছেন আর সেই সাথে আজকে আমি হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি টিউন নিয়ে।
আজকের টিউনের শুরুতেই আপনাদের জানাই অগ্রিম শারদীয় শুভেচ্ছা। এইতো আর কিছু দিন বাকি। মনে এক ধরনের উত্তেজনা কাজ করতেছে। 
তাই অগ্রিম শুভেচ্ছা আপনাদের জানিয়ে রাখলাম। চলুন টিউনে ফীরে আসা যাক , আর আজকের টিউনে কি হতে যাচ্ছে , আপনারা হয়ত টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন।

Happy Blogging

Happy Blogging

হ্যা , বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার নিজের নামে একটি ব্লগার ওয়েব সাইট তৈরি করবেন আর সেটিও সম্পূর্ণ ফ্রিতে।
আর এ জন্য আপনাদের কয়েক টি জিনিসের প্রয়োজন হবে। আসলে কি কি লাগে একটি ব্লগার সাইট তৈরি করার জন্য নিচে টা আমি ধারাবাহিক ভাবে আলোচনা করতেছি -

  1. একটি স্মার্ট ফোন এবং
  2. একটি ইমেইল , অবশ্যই এটি Gmail হতে হবে।

এই দুইটি জিনিস থাকলেই আপনি ব্লগিং শুরু করতে পারেন। আর এত দিনে হয়ত আপনি জেনেই গেছেন ব্লগিং করে কিভাবে লাভবান হওয়া হয়। আর তাই হয়ত আপনি আজকের টিউন পড়তে চলে এসেছেন। আর যদি আপনি ব্লগিং সম্পর্কে কিছুই না জানেন তবে আজকের টিউন টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন , আমি আশা করি আজকে আপনি ব্লগারের সকল খুঁটি নাটি বিষয় সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন।


# ব্লগিং কি ? কেন ব্লগিং করবেন ?

সত্যিই তো ব্লগিং কি , আর আপনি কেনই বা ব্লগিং করতে যাবেন। কি লাভ হবে ব্লগিং করে। হয়ত আপনাদের মনে এ সকল প্রশ্ন চলে এসেছে।

ব্লগিং বিভিন্ন ভাবে করা যায়। যে কোন বিষয়ের উপর নিয়মিত লেখালেখি , আলোচনা এবং আপনার মতামত ধারাবাহিক ভাবে লেখনির সাহায্যে প্রকাশ করাকেই ব্লগিং বলে।
আপনার লেখনি টি যারা পড়বে তারাও তাদের ব্যক্তিগত মতানত প্রকাশ করবে , এভাবেই বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।

আর এ সমস্ত কিছু যে ওয়েব সাইট এ করা হয়ে থাকে তাকে বলা হয় ব্লগিং সাইট। আপনি বিভিন্ন সার্ভারে আপনার ব্লগিং ওয়েব সাইট তৈরি করতে পারবেন। কিন্তু আজ আমি জনপ্রিয় সেই Google.Com এর ব্লগিং সাইট তৈরি করার বিষয়ে আলোচনা করব। আর Google Adsense ব্যবহার করে ইনকাম করা যায়। এক দিকে আপনার ব্লগিং হচ্ছে অন্য দিকে বেশ টাকা কামিয়ে নিইতে পারবেন।

আপনি কেনই বা ব্লগিং করবেন , হ্যা বন্ধুরা আমরা বিভিন্ন কারনে ব্লগিং করতে পারি। তবে যে গুলো সাধারন কারন বলে আমি ধারনা করেছি সেই সকল বিষয় নিচে তুলে ধরতেছি -

  1. নিজের পরিচিতি তৈরি করা।
  2. টাকা ইনকাম করার জন্য।
  3. শখের বসে।
  4. অন্য একজন কে অনুসরণ করে এবং
  5. অন্যদের কিছু শিখানোর উদ্দেশে ইত্যাদি।
আরও অনেক বিষয় থাকতে পারে। তবে আমি কয়েক টি সম্ভাব্য কয়েক টি কারন তুলে ধরেছি। আপনি কোন বিষয়ে ব্লগিং করতে চান , কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।

এতক্ষন আপনাদের সাথে যে আলোচনা করলাম , সকল কিছুই ছিল আপনাদের সাথে ব্লগিং সম্পর্কে একটা ধারনা তৈরি করা। এখন চলে এসেছি সেই যায়গায় যে টা আমাদের মুল লক্ষ্য ছিল।

# কিভাবে একটি ব্লগার ওয়েব সাইট তৈরি করবেন , হ্যাপি ব্লগার !

চলুন তবে শুরু করা যাক , 
আপনার স্মার্ট ফোন টি নিয়ে রেডি তো !

প্রথম ধাপঃ -
আপনার স্মার্ট ফোনের Google Crome Browser টি Open করুন এবং  Url Bar এ লিখুন -
www.Blogger.Com
উক্ত ঠিকানা টিতে ভিজিট করুন , দেখুন নিচের ছবি টির মত ইন্টারফেস দেখতে পারবেন।

Blogger.Com Homepage

Blogger.Com Homepage


আমি দেখুন লাল তীর দিয়ে দেখিয়েছি , আপনাকে কোথায় ক্লিক করতে হবে। আপনি Create Your Blog এ ক্লিক করে পরের পেজে যাবেন।

দ্বিতীয় ধাপঃ -
দেখুন নিচের মত একটি ইন্টারফেস চলে এসেছে। 
Give Your Email

Give Your Email

এখানে আপনার ইমেইল টি লিখে দিন এবং Next এ জলিক করে পরের পেজে চলে যাবেন।

তৃতীয় ধাপঃ -
দেখুন নিচের মত একটি ইন্টারফেস চলে এসেছে।

Give Your Email Password

Give Your Email Password

এই ধাপে আপনাকে আপনার ইমেইল এর পাসওয়ার্ড লিখে দিতে হবে Box এ। এর পর আপনি Nex এ ক্লিক করে পরের ধাপে চলে যাবেন।

চতুর্থ ধাপঃ-
এই পেজে নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন। 

Choice Your Blog Name
 Choice Your Blog Name


এখানে দেখুন একটি Title নামে Box আছে। এখানে আপনার ব্লগের নাম দিতে হবে। আসলে আপনি কি নামে আপনার ব্লগ টি খুলতে চাচ্ছেন সেই নাম টি এখানে দিবেন।
অবশ্যই ইংরেজি অক্ষরে দিবেন। এবার Next এ ক্লিক করে পরের পেজে চলে যাবেন।

পঞ্চম ধাপঃ- 
এই পেজে নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন। 

Give Your Blogger Url Name
Give Your Blogger Url Name

এই ধাপে আপনাকে আপনার ব্লগারের এড্রেস দিতে হবে। আপনি কোন নামে ব্লগ টি তৈরি করবেন , সেই নাম টি এখানে দিবেন। 
যেমন -
SMsudipBD.Blogspot.Com
এখানে দেখুন আমার ব্লগের এড্রেস টি লিখেছি। SMsudipBD দেখুন লাল কালারে দিয়েছি। আপনি শুধু Box এ আপনার Domain নাম টি লিখবেন। Blogspot.Com লিখতে হবে না। এটি অটোমেটিক আপনার Domain নামের সাথে যুক্ত হয়ে যাবে। Domain নাম পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না। তাই একটু চিন্তা ভাবনা করে Domain নাম দিবেন , আসলেই আপনি কোন নামে আপনার ব্লগ খুলতে চাচ্ছেন। উক্ত নামে Visitor রা আপনার ব্লগ টিকে খুজে পাবে। এখানে আপনাকে এমন নাম দিতে হবে যে নাম টি এর আগে কেউ ওই নামে ব্লগ খুলে নি , না হলে আপনার দেওয়া নাম টি দ্বারা কোন ব্লগ খুলতে পারবেন না। আপনার Domain  নাম দেওয়ার পর আপনার ব্লগের Address হবে -
YourDomainName.Blogspot.Com
এখন বুঝেছেন নিশ্চয় , আপনাকে আমি কি বুঝাতে চেয়েছি। এবার যদি Box এ আপনার Domain দেওয়া হয়ে থাকে তবে নিচের Save এ ক্লিক করে পরের ধাপে চলে যাবেন।

ষষ্ঠ ধাপঃ-
এই ধাপে নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।

Confirm Your Display Name

Confirm Your Display Name

এই ধাপে আপনার নাম দিবেন। এই নাম টি সেখানে দেখাবে , যখন আপনি টিউন / আর্টিকেল আপনার ব্লগারে প্রকাশ করবেন।
এই নাম এখানে যে কোন একটি দিয়ে দিবেন। চিন্তার কারন নেই , আপনি এই নাম যে কোন সময় পরিবর্তন করতে পারবেন। এবার Finish এ ক্লিক করে আপনার ব্লগ তৈরি করা সম্পূর্ণ করুন। Finish এ ক্লিক করা মাত্র আপনার একটি ব্লগ খুলে যাবে এবং নতুন একটি পেজে নিয়ে যাবে , ঠিক নিচের ছবি টির মত দেখতে - 

Blogger Site Created

Blogger Site Created



এবার দেখুন আমি লাল তীর দ্বারা কোথায় ক্লিক করবেন আমি দেখিয়েছি। ক্লিক করার সাথে সাথে মেনু বার খুলে যাবে।
আপনাকে একটু স্ক্রল করে নিচে চলে আস্তে হবে। নিচে আসলে View Blog দেখতে পারবেন। নিচের ছবি টি দেখুন -

View Blog

View Blog

আমি আপনাদের লাল তীর দ্বারা দেখিয়েছি। ওই খানে ক্লিক করে আপনার ব্লগ টি দেখতে পারবেন। আর Address বারে যে Url টি পাবেন ওই Url দিয়েই অন্য রা আপনার ব্লগ টিতে Visit করতে পারবে।

আপনি যদি আমার দিক নির্দেশনা অনুসরণ করে থাকেন , তবে আপনি সফল ভাবে আপনার ব্লগ ওয়েব সাইট খুলে ফেলেছেন। 
এখন আপনার ওয়েব সাইট এ যে ডিজাইন টি দেখতে পারবেন , সেটি ব্লগারের Default ডিজাইন। আপনি চাইলে এই Template Customize করে ব্যবহার করতে পারবেন।

আর আপনি চাইলে অনেক ব্লগার টেম্পলেট পেয়ে যাবেন , যদি গুগলে সার্চ করেন। সেই টেম্পলেট গুলো থেকে যে কোন একটি পছন্দ মত বেছে নিতে পারবেন।


তো বন্ধুরা আজকে টিউনের এক দম শেষ পর্যায়ে চলে এসেছি।  আপনাদের ব্লগ ওয়েব সাইট খুলতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি যথা সাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার।

পরিশেষে , আমার আজকের টিউনের ভূল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো ও সুস্থ থাকবেন , এই কামনাই সব সময় করি আর করে যাব।
টাটা।

ক্রেডিট বাইঃ - SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!