সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি এপস বা সফটওয়্যার ছাড়াই।

কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন।

আমিও ভালোই আছি।

আজ আমি কোন বিষয়ে লিখতে যাচ্ছি আশা করচি আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।

সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি এপস বা সফটওয়্যার ছাড়াই।

সত্যি বলতে আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যদি আমার সাদা কালো ছবি গুলো রঙ্গিন করতে পারতাম।

আর এই বিষয়ে ইউটিউব করতে গিয়ে কিছু অদ্ভুত সাইট এর সাথে পরিচিত হলাম।


যেখানে কোন এপস বা সফটওয়্যার ব্যবহার না করেই নিমিষে সাদা কালো ছবি গুলাকে রঙ্গিন করে তোলা সম্ভব।

এসব দেখে প্রথমে আমি ১ টি টেস্ট চালা লাম  এবং সফল ভাবে সাদা কালো ছবি টিকে রঙ্গিন করতে সক্ষম হয়েছিলাম।


আমি জানি আপনারা হয়ত অনেকে এই বিষয়ে জানেন। কিন্তু আমি অজানা ছিলাম।

আমার মত অনেকে আছে , যারা এই বিষয়ে অনেকেই জানে না।

আজকের লেখনি শুধু মাত্র তাদের জন্যই , যারা এখন পর্যন্ত এই বিষয়ে জানেন না।


প্রথমেই বলে রাখি এটি আমরা কোন প্রকার এপস বা সফটওয়্যার এর সাহায্য নিব না।

কোন রুপ ফটোশপ ও ব্যবহার করব না। কেন না আমরা সবাই ফটোশপ ভালো মত পারি না।

আর আমি যেটি দেখাতে যাছি সেটি যদি আপনি ফটোশপ এ করতে চান তবে অনেক সময়ের প্রয়োজন হবে।

  • তাহলে কি ভাবে সাদা কালো ছবি কে রঙ্গিন করব ?

প্রশ্ন থাকতেই পারে। তবে আমরা এই কাজ টা অতি সহজে ১ টি ওয়েবসাইট এর সাহায্যে করব।

ওয়েবসাইট টি আমার অসাধারন লেগেছিল। মজার বিষয় হল আপনি এটি নিমিষেই করতে পারবেন এবং

কোন প্রকার দক্ষতা ছাড়াই।


এখানে আপনি দুই ধরনের ছবির কাজ করতে পারবেন। যথাঃ - 


১। সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি ও

২। পুরনো কোন ছবি কে ক্লিয়ার ছবি।


প্রথম ধাপঃ -

আপনাকে সর্ব প্রথম এই লিংকে প্রবেশ করতে হবে।

https://imagecolorizer.com/

প্রবেশ করার পর নিচের মত হোম পেজ আসবে।

সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি
সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি

আমি যেহেতু সাদা কালো ছবি কে রঙ্গিন করব তাই প্রথম টাতে ক্লিক করব অর্থাৎ IMAGE COLORIZER লেখার উপর। এবার আরেক টি পেজে চলে আসব।

দ্বিতীয় ধাপঃ - 

পুরনো কোন ছবি কে ক্লিয়ার ছবি
পুরনো কোন ছবি কে ক্লিয়ার ছবি


এই পেজে সাদা কালো ছবি টি আপলোড করার ১ টি বক্স দেখতে পারবেন।

আপনার সাদা কালো ছবি টি সেলেক্ট করে দিন।

সেলেক্ট করার সাথে সাথে ছবি টি আপলোড হয়ে যাবে।

এর পাশেই START CANCEL অপশন পাবেন।

আপনি START এ ক্লিক করে পরের ধাপে চলে যাবেন।


তৃতীয় ধাপঃ - 

সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি
সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি


START এ ক্লিক করার সাথে সাথে ছবি টির কাজ শুরু হয়ে যাবে। ১ টু অপেক্ষা করুন দেখবেন DownLoad লেখা দেখাবে।

আপনি DownLoad লেখার উপর ক্লিক করার সাথে সাথে নিউ ১ টি ট্যাব ওপেন হবে। নিউ ট্যাবেই আপনার কাক্ষিত ছবি টি দেখতে পারবেন।

ছবি টি DownLoad করার জন্য ছবি টির উপর চেপে ধরুন আর পিসি ইউজার রা মাউস রাইট ক্লিক করুন DownLoad অপশন পেয়ে যাবেন এবং DownLoad করে ফেলুন।


DownLoad করার পূর্বে এবং পরে পার্থক্য আপনি দেখলেই বুঝতে পারবেন। সাইট টিকে কেন আমি এত ভালোবাসি।

DownLoad করার পূর্বেঃ - 

DownLoad করার পূর্বে
DownLoad করার পূর্বে



DownLoad করার পরেঃ - 

DownLoad করার পূর্বে
DownLoad করার পূর্বে


যে ছবি নিয়ে আমি কাজ করে দেখালাম। এটি ১ টি প্রতিকি ছবি হিসেবে ব্যবহার করেছি। ছবি টি গুগল থেকে কালেক্ট করেছি।
আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনাদের কোন রুপ সমস্যা হলে নিচে কমেন্ট সেকশন আছে , আপনি কমেন্ট করে জানাতে পারেন।
যত টুকু পারি আমি আপনাদের সাহায্য করব।

কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না , নতুন কিছু টিপস নিয়ে না আসা পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। আপনারা যদি এই টিউন টি কপি করেন তবে অবশ্যই ক্রেডিট দিবেন।
ধন্যবাদ।

ক্রেডিট বাইঃ - SMsudipBD.Com


Tags: - সাদা কালো ছবি ক্যাপশন,ছবি থেকে ছবি করা,সাদাকালো ছবির ক্যাপশন,কালো মানুষের ছবি,ফটোশপে কিভাবে কম পিক্সেলের ছবি মশৃন করা যায়,ফটোশপে ছবি সুন্দর করা,ফটোশপে ছবির কাজ,কম্পিউটারে ছবির কাজ
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!