কিভাবে Blogger এর Custom Robots.txt Setup করবেন।

কিভাবে Blogger এর Custom Robots.txt Setup করবেন।


কেমন আছেন আপনারা ? নিশ্চয় ভালই আছেন। কেননা ভাল না থাকলে কেউ আজকের এই টিউন পড়তে আসত না।
আর আমিও ভালই আছি।

তবে হ্যা অনেকে আছে যারা প্রয়োজনের তাগিদে আমার টিউন টি সার্চ করে খুজে পেয়েছেন।
আপনি ঠিক জায়গাতেই এসেছেন।
আপনার সমস্যা টি আজ সমাধান হয়ে যাবে। আজ কি সমাধান হয়ে যাবে ?
যে বিষয় নিয়ে আজ  আমি আপনাদের জন্য লিখতেছি টা হয়ত আপনারা টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন।

তাই আজ আর আমি বেশি কথা বাড়াব না , আর এ জন্যই আমি সরাসরি মুল আজে অর্থাৎ টিউনে চলে যাচ্ছি। আশা করি কিছু সময় আপনারা আমার সাথেই থাকবেন এবং মন দিয়েই আজকের টিউন টি পরবেন এবং সেই ভাবেই কাজ করে যাবেন।

Blogger Custom Robot.txt Setup
Blogger Custom Robot.txt Setup


আপনারা হয়ত জেনে থাকবেন আর না জানলে আজকে জেনে নিন Blogger Custom Robot.txt যদি আপনি সঠিক ভাবে সেট আপ না করেন তবে আপনার সাইটের টপিক গুলো কখনই গুগলের সার্চ ইঞ্জিনে দেখাবে না। এটি খুবই গুরুত্ব সহকারে এবং সাবধানে সেট আপ করতে হয়।

Blogger Custom Robot.txt এখানে ভূল সাইট ম্যাপ দিলে কখনই আপনার সাইট এস ই ও হবে না।
তবে Blogger Custom Robot.txt দুই ভাবে সেট আপ করা যায়। দুই টিই একই রকম।
কিন্তু আজ আমি আপনাদের মাঝে দুই টি নিয়েই সবার শেষে আলচনা করব।


চলুন শুরু করা যাকঃ-
ব্লগারে লগিন করুন। লগিন করা হয়ে  গেলে ব্লগারের সাইড মেনু বার লক্ষ করুন। এখানে আপনি Settings নামে Option পেয়ে যাবেন। Settings এ ক্লিক করে Settings এ প্রবেশ করবেন।

Blogger Setings
Blogger Setings


Blogger Setings এ প্রবেশ করার পর অনেক গুলো সেটিংস পেয়ে যাবেন , কিন্তু আপনাকে স্ক্রল করে নিচের দিকে নামতে হবে।
Crawlers and Indexing এ এসে থেমে যাবেন। কারন আমাদের কাজ এখানেই।

Crawlers and Indexing
Crawlers and Indexing


এখানে আপনি...
  1. Enable Custom Robots.txt
  2. Enable Custom Robots heade tags
এই দুই টি Enable করে দিবেন।

Enable করা হয়ে গেলে আপনাকে এবার Custom Robots.txt এর উপর ক্লিক করতে হবে।
Custom Robots.txt বক্স ওপেন হবে।
এই বক্সে নিচের কোড টি পেস্ট করে দিবেন।

এখানে আমি দুই ধরনের কোড দিচ্ছি যে কোন ১ টি আপনি বক্সে পেস্ট করে দিবেন।
এখানে অথবা হিসেবে দুই ধরনের কোড দেওয়া হয়েছে তাই বলে দুই টি কোড আবার বক্সে পেস্ট করবেন না।

Custom Robots.txt Box Code 01:-

[CODE]User-agent: Mediapartners-Google
Disallow: 

User-agent: *
Disallow: /search
Disallow: /b
Allow: /
Sitemap: https://www.yoursitename.blogspot.com/sitemap.xml[/CODE]

Or

Custom Robots.txt Box Code 02:-

[CODE]User-agent: Mediapartners-Google
Disallow: 

User-agent: *
Disallow: /search
Disallow: /b
Allow: /
Sitemap: https://www.yoursitename.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
Sitemap: https://www.yoursitename.blogspot.com/atom.xml?redirect=false&start-index=500&max-results=1000[/CODE]

এবার পেস্ট করা হয়ে গেলে বক্স টি Save করে নিন।

এর পর আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। এই সেটিংস গুলো আমি স্কিন শট দিয়ে দেখিয়ে দিচ্ছি , আপনি সেভাবেই সেটিংস গুলো Enable করে দিবেন।

Enable Custom Robots tags for homepage

Enable Custom Robots tags for homepage
Enable Custom Robots tags for homepage


Enable Custom Robots for search and archive page

Enable Custom Robots for search and archive page
Enable Custom Robots for search and archive page


Enable Custom Robots tags for post and pages

Enable Custom Robots tags for post and pages
Enable Custom Robots tags for post and pages



আশা করি আপনি সফল ও সঠিক ভাবে কাজ করেছেন।
আর আশা করি আজের টিউন আপনাদের ভাল লেগেছ। যদি আপনার সামান্য তম উপকারে আসে তবে মন্তব্য করে জানিয়ে দিবেন।

পরিশেষে আমার লেখায় অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে তাই ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আজ এ পর্যন্তই।
সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের টিউন এখানেই শেষ করতেছি।
টাটা।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!