কি ভাবে আপনি Wapkiz এ Theme Backup অথবা Download করবেন।
কেমন আছেন আপনারা ?
আশা করি আপনারা ভালই আছেন।
আমি তেমন একটা ভাল নাই। কারন বিশ্লেষণ করছি না।
আজ আমি সরাসরি কাজের বিষয়ে চলে যাচ্ছি।
আপনারা হয়ত দেখে থাকবেন কিছু দিন আগে আমি কিছু Wapkiz Theme শেয়ার করেছিলাম।
কিন্তু কিছু ইউজার আমাকে বলেছে যে কি ভাবে এই থিম Wapkiz এ Upload করবেন।
আর আজকের টিউন তাদের জন্যই।
১ম ধাপঃ-
আপনাকে সর্ব প্রথমেই Wapkiz.Com অথবা Wapkiz.Mobi সাইট এ যেতে হবে।
এবং লগিন ক্লিক করতে হবে।
 |
| Wapkiz Home Page |
২য় ধাপঃ-
এর পর আপনার সামনে ১ টি লগিন ফর্ম ওপেন হবে। আপনার ইমেইল , পাসওয়ার্ড এবং Capcha দিয়ে লগিন করুন।
 |
| Wapkiz Login Form |
৩য় ধাপঃ-
আপনি যদি সঠিক ভাবে লগিন করে থাকেন , এবার আপনার সাইট লিস্ট দেখাবে। ঠিক নিচের স্কিন শটের মতই। এখানে আপনাএ Pannel Mood এ ক্লিক করে পরের পেজে যেতে হবে।
 |
| Wapkiz Site List |
চতুর্থ ধাপঃ-
এবার যে পেজ টি ওপেন হয়েছে স্ক্রল করে নিচের দিকে আস্তে থাকুন এবং লিক্ষ করুন Extra নামে Option পেয়ে যাবেন। এখানে আপনি Backup / Restore Option পেয়ে যাবেন। এবং ক্লিক করে পরের পেজে চলে যাবেন।
 |
| Wapkiz Backup / Restore |
৫ম ধাপঃ-
এই পেজে আপনি ২ টি Option পেয়ে যাবেন। আপনি এই ২ Option থেকে আপনি থিম ব্যাকাপ / রেস্টর করতে পারবেন। আপনার কাক্ষিত Option টি সেলেক্ট করে নিবেন।
 |
| DownLoad / Select file |
যদি আপনি DownLoad এ ক্লিক করেন । তবে আপনার সাইটের থিম টি Wapkiz ptl File আকারে DownLoad হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি এই ফাইল Upload করে আগের ডিজাইনে ফিরে যেতে পারবেন। এই ফাইল Choice File ক্লিক করে Wapkiz ptl File Upload করতে পারেন।
পরিশেষে বলতে চাই টিউন টি যদি আপনার সামান্য তম উপকারে লাগে তবে আপনার মুল্যবান মন্তব্য জানিয়ে দিবেন।
নতুন টিউন নিয়ে খুব শিগ্রই আবার আপনাদের সাথে কথা হবে , সেই পরযন্ত সকলে ভাল থাকুন , সুস্থ থাকুন।
ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
4 comments