কি ভাবে Wapka Website তৈরি করবেন এবং New Wapka Theme এক দম ফ্রি।

 কি ভাবে Wapka Website তৈরি করবেন এবং New Wapka Theme এক দম ফ্রি।

নমস্কার / আদাব ,
কেমন আছেন আপনারা ? আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন আর সেই সাথে আমিও আপনাদের মত অনেক অনেক ভালই আছি।
আজকের টিউনের শুরুতেই আপনাদের জানাই ঝির ঝির বৃষ্টি এবং গুরু গুরু মেঘের শুভেচ্ছা।
আপনারা হয়ত ভাবছেন। এমন শুভেচ্ছা কখনই পেয়েছেন কিনা , জানেনই না।
কারন টা আমিই না হয় খুলে বলি। কদিন থেকে যা শুরু হয়েছে , পরিষ্কার আকাশে হটাৎ করে বৃষ্টির আগমন হচ্ছে।
বিশ্বাস করবেন না আপনারা দুইবার পা পিছলে পড়ে গেছি। এক বার বেচে গেছি হাঁটুর উপর ভর দিয়ে আরেক বার তো চিৎপটাং। ভাগ্য ভাল ছিল , কেউ দেখে নাই।

যাই হোক , আজকে আমি নতুন একটি টিউন নিয়ে কথা বলতে এসেছি। আশা করি আপনারা সম্পূর্ণ টিউন টা মনোযোগ দিয়ে পরবেন।
আজকে আমি কোন বিষয়ে লিখতে যাচ্ছি , আশা করি আপনারা আমার টিউন দেখেই বুঝে গেছেন।
তাই আর কথা বারাব না , সোজাসুজি টিউনে চলে যাই , কি বলেন ?


Wapka Theme Full Free Setup Guidline

Wapka Theme Full Free Setup Guidline

সবাই তো আমরা Wapkiz Site নিয়ে ব্যস্ত , কিন্তু আজ আমি Wapkiz নিয়ে কোন কথা বলব না। আজকে আমি নতুন একটি Wap Builder নিয়ে কথা বলব।
আপনারা অনেকেই Wapka কে চিনে থাকবেন। হ্যা , আমারও যাত্রা শুরু হয়েছিল Wapka Wap Builder থেকে। পরবর্তীতে Wapka.Mobi Wap Builder বন্ধ হয়ে যায়।
আর বন্ধ হয়ে যাওয়ার ফলে সকল Wapka User এদিক সেদিক ঘোড়া ফিরা করতে থাকে। অনেকে তো এসব কাজ সেরেই দিয়েছে। আমিও খুব দুঃখ পেয়েছিলাম।

আজ আপনাদের সেই প্রিয় Wapka.Mobi Wap Builder নেই কিন্তু সেই ডিজাইন নিয়েই নতুন একটি Wap Builder তৈরি হয়েছে।
যার নামের সাথেও কিছুটা মিল বা সাদৃশ্য খুজে পাওয়া যায়। আপনি চাইলে এই নতুন Wap Builder সাইট টি দেখে আসতে পারেন। এই Wap Builder বর্তমানে ছয় টি নামে চলতেছে। যথাঃ - 

  1. Wapka.Org
  2. Wapka.Site
  3. Wapka.Co
  4. Wapka.Club
  5. Wapka.Xyz
  6. Wapka.Top

চলুন তবে জেনে নেই...

# Wapka কি ? ( What is Wapka ? )

Wapka একটি ফ্রি Wap Builder । এখানে যে কোন ইউজার শুধু মাত্র নিবন্ধনের মাধ্যমে ফ্রি তে অসংখ্য ওয়েব সাইট তৈরি করতে পারেন। কোন প্রকার চার্জ বা টাকা ছাড়াই।
এক দম নতুন ইউজার রা কোন রকম প্রোগ্রামিং নলেজ ছাড়াই নিজের নামে ওয়েব সাইট তৈরি করতে পারবেন। কারন এখানে ডিফল্ট থিম রয়েছে। একটি মাত্র ক্লিক করেই সেই থিম নিজের ওয়েব সাইটে এপ্লাই করতে পারবেন।
আর এভাবেই আপনি ধীরে ধীরে প্রোগ্রামিং জগতে দক্ষ হয়ে উঠবেন। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান বা প্রাকটিস করতে ইচ্ছুক , তবে আমি আপনাকে Wapka / Wapkiz কে সাজেস্ট করব। আপনি যে কোন একটিতে প্রাকটিস করতেই পারেন। কিন্তু আজ আমি Wapkiz নিয়ে কিছু বলব না। আজকের টিউন টি হবে Wapka নিয়ে।


# কিভাবে একটি Wapka Account তৈরি করবেন ? ( How To Create A Wapka Account ? )

আপনি যদি বেচে নিয়ে থাকেন , আপনি Wapka তে ওয়েব সাইট তৈরি করবেন। তবে আপনাকে স্বাগতম। আজকের টিউন টি শেষ পর্যন্ত অনুসরণ করবেন।
Wapka Account তৈরি করার জন্য আপনার যা প্রয়োজন -

  1. একটি সচল ইমেইল ( Enail ) একাউন্ট ।
  2. ওই ইমেইলের পাসওয়ার্ড।
এখানে আমি ইমেইল বলতে সকল মেইল কে বুঝিয়েছি। অনেকে হয়ত এই বিষয় টি বুঝবেন না। তাদের সুবিধার্থে , ইমেইল বা মেইল বলতে আমরা যাকে বুঝাই -

  1. Gmail
  2. Yahoo
  3. Hotmail
  4. Outlook Etc.
এদের মধ্যে যে কোন একটি মেইল থাকলেই হবে। এবং সেই মেইল এর পাসওয়ার্ড আপনাদের জানা থাকতে হবে। এই চার টি ছারাও অসংখ্য ইমেইল সার্ভার আছে। সেই মেইল হলেও কোন অসুবিধা নেই।

এখন আপনাকে Wapka.Org এই লিংকে ভিসিট করতে হবে । বলে রাখি Wapka Wap Builder Website মোবাইল এবং পিসি/ডেস্কটপ ইউজার দের জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট ডিজাইন করেছে। তাই আপনি মোবাইল দিয়ে ভিসিট করলে যেমন দেখাবে , পিসি/ডেস্কটপ দিয়ে ভিসিট করলে অন্য রকম দেখাবে।
আমি আপনাদের পিসি/ডেস্কটপ ভিউ থেকে স্কিন শট দেখাব। আশা করি আপনাদের অসুবিধা হবে না।

Create Wapka New Account

Create Wapka New Account


দেখুন Get Started লেখা আছে , ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নিবন্ধনের ফর্ম ওপেন হবে।

Wapka Register Form

Wapka Register Form


ফর্ম টি ওপেন হয়ে গেলে , আপনাকে উক্ত ফর্ম পূরণ করতে হবে। User Name , Email , Password , Confirm Password দিয়ে Create Account এ ক্লিক করবেন। আপনার একাউন্ট টি সফল ভাবে তৈরি হয়ে যাবে।

Create New Website

Create New Website



এখন আপনি বাম পাশে কিছু অপশন দেখতে পারবেন। অপশন গুলো ভালো ভাবে লক্ষ্য করুন। দেখুন Create New Website নামে একটা অপশন পেয়ে যাবেন। ক্লিক করুন।

Wapka Site Name

Wapka Site Name

ক্লিক করার পর উপরের স্কিন শটের মত দেখতে পারবেন। Site Name এ আপনাকে আপনার Web Site কি নামে খুলবেন , সেই নাম টি দিবেন এবং Domain এ ক্লিক করলে ৬ টি Domain নাম দেখতে পারবেন , যে কোন একটি আপনার পছন্দ মত সেলেক্ট করে নিবেন।

এখন Save এ ক্লিক করে আপনার সাইট টি সেভ করুন। দেখুন আপনি সফল ভাবে আপনার Website খুলেছেন।

Restore Or Backup Wapka Theme

Restore Or Backup Wapka Theme

এবার আপনি উপরক্ত পেজে ল্যান্ডিং করবেন। দেখুন ডান পাশে দুইটি অপশন আছে। আমি তীর দ্বারা স্কিন শটে দেখিয়েছি। লক্ষ্য করুন।

  1. Restore
  2. Backup
আপনি Restore এ ক্লিক করবেন। আপনি নতুন একটি পেজ দেখতে পারবেন। নিচের স্কিন শট টি লক্ষ্য করুন , বুঝতে পারবেন।

Upload & Restore Wapka Theme

Upload & Restore Wapka Theme

Choice File এ ক্লিক করে আপনাকে একটি ফাইল সেলেক্ট করতে হবে। আমি এই ফাইল টি নিচে ডাউন লোড লিংক দিয়ে দিব। আপনাকে Download করে নিতে হবে।
এর পর আপনাকে Restore & Submite এ ক্লিক করে Wapkiz Theme টি সেভ করতে হবে।

আমি আপনাদের যে ফাইল টি দিব , এটিই আমার দ্বারা ক্লন করা একটি Wapkiz Theme. এই থিম টির বিশেষ একটি বৈশিষ্ট্য আছে। এই থিম টি দিয়ে আপনি সহজেই Adsense পেতে পারেন। এই থিম টির স্কিন শট আপনাদের সামনে তুলে ধরতেছি , আশা করি এই থিম টি আপনাদের অনেক অনেক ভালই লাগবে -

Wapka Theme Demo 2021

Wapka Theme Demo 2021

কেন আমি এই থিম টিকে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী বলতেছি , তবে চলুন জেনে নেই এই থিম টির বিশেষ কিছু বৈশিষ্ট্যঃ - 

  1. Auto Responcive Download Site Wapka Theme
  2. Auto Last Update System
  3. Auto Folder List System
  4. Auto Files Update System
  5. Custom Search Page
  6. Auto Tag Added System
  7. Auto Audio Player Code
  8. Direct Download Link System
  9. Standard Color Wapka Theme And
  10. Adsense Friendy Auto Add System Etc.




হ্যা , আশা করি থিম টি সম্পর্কে আপনি ধারনা পেয়ে গেছেন। আপনাকে এখন এই থিম টি ডাউনলোড করে নিতে হবে। আমি এই থিম টি Zip ফাইল আকারে দিচ্ছি। আপনাকে ফাইল টি Unzip করে থিম টি আপনার ওয়েব সাইট এ Upload করতে হবে।
আর এই Zip File টি পাসওয়ার্ড Protected. আপনাকে Unzip করার সময় একটি পাওয়ার্ড দিতে হবে। আর এই ফাইল টি Unzip করার জন্য নিচের পাসওয়ার্ড টি ব্যবহার করবেন।

SMsudipBD@123


যে ভাবে DownLoad করবেনঃ - নিচের DownLoad বটন এ ক্লিক করে থিম টি DownLoad করে নিন। DownLoad করতে কোন রুপ সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যা টির বিস্তারিত বলুন।
অবশ্যই আপনাদের আমি সহযোগিতা করব।





পরিশেষে আপনাদের কাছে আমার একান্ত একটি নিবেদন , আজকের টিউনে আমার অজান্তে কিছু ভূল ভ্রান্তি থেকে যেতে পারে। আমি আশা করি আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


সকলের সু-স্বাস্থ্য কামনা করে আজকের টিউন এখানেই শেষ করতেছি। সকলেই ভাল থাকবেন। একে অপর কে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
টাটা।


ক্রেডিট বাইঃ - এস এম সুদীপ বিডি ডট কম ( SMsudipBD.Com )
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author
6 comments
Sort by

  1. Vai....
    Apni je amar onurode wapkar template ta baniyechen...

    Tai apnake anek anek thanks

    ReplyDelete
    Replies
    1. আপনাকেও অনেক ধন্যবাদ।

      Delete
  2. Replies
    1. It's winzip file. Unzip It. Then You get Wapka Theme File And Setup Document Images. Use A Password For Unzip This Downloadable File. Password Is SMsudipBD@123. Do Not Mixt Capital Or Small Letter. Thanks For Your Right Feedback.

      Delete