কোন টির ক্ষমতা বেশি - টাকা , কলম নাকি দিয়াশলাই।

কোন টির ক্ষমতা বেশি - টাকা , কলম নাকি দিয়াশলাই।

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সকলেই। আশা করি সকলেই ভালই আছেন আর ভাল থাকেন সব সময় , এটাই আমি মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি।

কোন টির ক্ষমতা বেশি - টাকা , কলম নাকি দিয়াশলাই।

কোন টির ক্ষমতা বেশি - টাকা , কলম নাকি দিয়াশলাই।


আপনারা হয়ত মাঝে মাঝে অবাক হয়ে যান। কেননা আমি মাঝে মাঝে এমন কিছু টিউন আপনাদের মাঝে লিখি যা লেখার কথা নয়।

আমি বেশির ভাগ সময় এই ওয়েব সাইট এ ওয়েব ডিজাইন নিয়েই কথা বলেছি। কিন্তু আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে লিখতে চলেছি তা হল - কোন টির ক্ষমতা বেশি - টাকা , কলম নাকি দিয়াশলাই।

আমি জানি আপনারা সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কেউ বলবেন টাকার ক্ষমতা সব থেকে বেশি। আবার কেউবা বলবেন যে কলমের ক্ষমতা সব থেকে বেশি। আবার অনেকেই বলবেন যে একটি দিয়া শলাই এর ক্ষমতা সবার থেকে বেশি। তো বন্ধুরা চলুন তবে জেনে নেওয়া যাক কোন টির ক্ষমতা সব থেকে বেশি।

...Lets Start...

১। টাকাঃ-
জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই আমরা টাকার প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। এটি ছাড়া এক পা ও চলা সম্ভব হয় না।

তাই বেচে থাকতে হলে টাকার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। বর্তমান সমাজে যার যত টাকা আছে তার মূল্যবোধ সমাজে তত বেশি।

২। কলমঃ-
কলম - এখানে কলম বলতে শিক্ষা কে বুঝানো হয়েছে। একটি কলমের কালি দিয়েই জজ সিদ্ধান্ত জানিয়ে দেয়, কেউ বা ফাঁসির আসামি হয় কেউবা মুক্তি লাভ করে।
একটি গল্প বলি -

একদা এক লোক ব্যাংকে টাকা উঠাতে গেছে। তো সেই ব্যাংক এর কর্মকর্তা টাকার চেক দেখে জিজ্ঞেস করল আপনার দাত দেখি।

চেকে লেখা ছিল যিনি টাকা উত্তলন করবেন তার সামনের  দুটো দাত নেই। কর্মকর্তা দেখল তার সব দাতই আছে। তাই আর টাকা আর দিল না। পরে সেই লোক সামনের দাত দুটো ভেঙ্গে নিয়ে এসে টাকা উত্তলন করে। তবে এবার দেখলেন তো কলমের ক্ষমতা।

৩। দিয়া শলাইঃ-
একটি মম বাতি থেকে হাজার টা মোম বাতি জালানো যায়। একটি দিয়া শলাইয়ের কাঠি পুরো পৃথিবী কে জালিয়ে দিতে পারে।


উপরক্ত গল্প থেকে আমি আপনাদের এটাই বুঝাতে চাচ্ছি যে কোন বিষয় কেই ছোট করে দেখতে নেই। প্রত্যেকেরই একটা নিজস্ব ক্ষমতা রয়েছে।

পরিশেষে সকলের সু সাস্থ কামনা করছি। ভালো থাকবেন।

ক্রেডিট বাইঃ- এস এম সুদীপ বিডি ডট কম।
ট্যাগঃ- কোন টির ক্ষমতা বেশি - টাকা , কলম নাকি দিয়াশলাই।,দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে,দিয়াশলাইয়ের কাঠিতে কি থাকে,দিয়াশলাই এর বিক্রিয়া,দিয়াশলাই english,দেশলাই কাঠি দিয়ে হাতের কাজ,দেশলাই কাঠি কবিতার ব্যাখ্যা
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!