গুগল ব্লগার ওয়েব সাইট এর একটি সাধারন এবং খুব সুন্দর blockquote সি এস এস।
প্রিয় বন্ধুরা,
আশা করি সকলেই ভাল আছেন।
আজ আমি আপনাদের নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করব আর এটি হল - গুগল ব্লগার ওয়েব সাইট এর একটি সাধারন এবং খুব সুন্দর blockquote সি এস এস। আশা করি আজকের টিউটোরিয়াল টি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
#যে ভাবে এই সি এস এস আপনার ওয়েব সাইট এ বসাবেন ?
যে ভাবে এই সি এস এস আপনার ওয়েব সাইট এ বসাবেন তা নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ-
১। ব্লগারে লগিন করুন।
২। Theme এ প্রবেশ করুন।
৩। Customize থেকে html এ ক্লিক করুন।
৪। নিচের সি এস এস টি </head> সেকশনের মধ্যে বসিয়ে দিন।
# ব্লগার blockquote কোডঃ-
<!-- smsudipbd blockquote css start -->.post blockquote{background: #f9f9f9;border: 1px solid #DDD;word-wrap: break-word;overflow: hidden;margin: 20px auto;font-size: 15px;color: #737373;line-height: 1.6em;padding: 20px 20px 20px 40px;max-width: 600px;}.post blockquote::before{font-family: FontAwesome;position: relative;content: '\f10d';font-size: 40px;padding: 0px 0px 10px 0px;color: #d8d8d8;display: block;left: -20px;}.post blockquote:after{font-family: FontAwesome;position: relative;content: '\f10e';font-size: 40px;padding: 10px 0 0;color: #d8d8d8;display: block;float: right;}<!-- smsudipbd blockquote css end -->
ব্যস, আপনা কাজ শেষ। এখন দেখুন আপনার blockquote আপডেট হয়ে গেছে।
পরিশেষে বলতে চাই , আমার এই আর্টিকেলে যদি এত টুকু ও সমস্যা অনুভব করেন তবে নির্দ্বিধায় কমেন্ট বক্সেবলে ফেলুন। অবশ্যই আমি আপনাদের সমস্যা টি সমাধান করার সর্বচ্ছ চেষ্টা করব।
এত ক্ষন ধরে আমার এই টিউটোরিয়াল মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সময় ব্যয় করে ১ টি টিউন বানাই , অথচ আপনাদের মন্তব্য আমি পাই না। তখন মনে হয় আমার টিউন গুলো কারো উপকারে আসে না। আপনাদের মন্তব্য পেলে নতুন আরেক টিউন নিয়ে হাজির হব খুব শিগ্রই।
কোন অসুবিধা মনে হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।আজ আর বেশি কিছু লিখছি না।
অবশ্যই আমার ভুল গুলো ধরায় দিবেন , আমি চেস্টা করব আমার ভুল গুলো শোধরানোর।
সকলের মঙ্গল ময় জীবন, সুসাস্থ কামনা করে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি।ভালো থাকবেন।
ভুল অথবা ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আজ এ পর্যন্তই।
টাটা।
ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
1 comment
Sort by
গুগল ব্লগার ওয়েব সাইট এর একটি সাধারন এবং খুব সুন্দর blockquote সি এস এস।
ReplyDelete