থিম স্টোর ওয়ার্ডপ্রেস থিম ।। Theme Store Wordpress Theme

থিম স্টোর ওয়ার্ডপ্রেস থিম ।। Theme Store Wordpress Theme


Hellow বন্ধুরা,

কেমন আছেন ? আশা করি সকলেই অনেক অনেক ভালই আছেন। আমিও মহান সৃষ্টি কর্তার অশেষ ক্রিপায় ভালই আছি।

থিম স্টোর ওয়ার্ডপ্রেস থিম ।। Theme Store Wordpress Theme

থিম স্টোর ওয়ার্ডপ্রেস থিম ।। Theme Store Wordpress Theme


আজকে আমি আপনাদের মাঝে যে Wordpress থিম নিয়ে কথা বলব , আপনি এ ধরনের থিম গুগলে অনেক সার্চ করেছেন।

যাই হোক বেশি কথা নয় সরাসরি কাজের কথায় চলে আছি।


...শুরু করা যাক...


প্রিয় বন্ধুরা আজকের Wordpress থিম টি হল - Theme Store করে রাখার জন্য। এই থিম টি দ্বারা ইউজার রা সহজেই নিজেদের তৈরি Wordpress থিম ডেমো হিসেবে রাখতে পারবে।

এখানে ডেমো দেখে ইউজার রা থিম ক্রয় করতে পারবে।

এই থিমে Admin Mode এ দুইটি Custom Option যুক্ত করা আছে। যথাঃ-


১। Home Sliser ও

২। Theme Store


# Home Sliser:

এই সেকশনে ইউজার রা নিজের Web Design এর আকর্ষণীয় কিছু তথ্য দিয়ে পোস্ট করলে , সেই পোস্ট গুলো হোম পেজে স্লাইডার এ দেখাবে।

এখানে খুব সুন্দর ভাবে অটোমেটিক স্লাইডার তৈরি করা হয়েছে। ফলে এই থিম ব্যবহার কারী কে প্রোগ্রামিং নলেজ ছাড়াই থিম টি ব্যবহার করতে পারবে।



#Theme Store:

এই সেকশনে ইউজার রা থিম এর রিভিউ পোস্ট করবে। এখানে থিমের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। ডেমো লিংক, মূল্য ও ভার্সন ইত্যাদি বিস্তারিত ভাবে বিবরন থাকবে।

ফলে ইউজার রা বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে নিজেদের পছন্দের থিম টি ক্রয় করতে পারবে।


# এই থিমের বিশেষ কিছু বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলঃ-


১। মোবাইল ফ্রেন্ডলি

২। সহজ কাস্টমাইজেশন

৩। দ্রুত লোডিং টাইম

৪। পোস্ট কাস্টম ফিল্ড সিস্টেম

৫। সেও রেস্পন্সিভ

৬। লগিন পেজ কাস্টমাইজ করা ইত্যাদি।



# লাইভ ডেমোঃ- 

আপনি এখন এই থিমের লাইভ ডেমো দেখতে পারবেন। চলুন এক নজরে দেখে আসি এই থিমের লাইভ ডেমো। তাহলেই সব কিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন।


Demo ThemeStore Wp Theme

Demo ThemeStore Wp Theme

তো বন্ধুরা এই ওয়েব সাইট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে অনেক কিছুই বলে ফেললাম। যদি ভালো লাগে থিম টি আপনি ক্রয় করে ব্যবহার করতে পারবেন।

থিম টি ক্রয় করতে আমার সাথে যোগাযোগ করে প্রিমিয়াম ভার্সন এই থিম নিতে পারেন। তবে দুঃখের বিষয় হল এই থিমের কোন ফ্রি ভার্সন নেই। তাই আপনাকে ক্রয় করেই এই থিম ব্যবহার করতে হবে।


# ডাউনলোডঃ-

এই থিম টি আপনি ডাউনলোড করে রাখতে পারেন। কিন্তু থিম টি আপনি ব্যবহার করতে পারবেন না এ কারনে যে এই ফাইল টি আপনি আন জিপ করতে পারবেন না। এটি একটি পাস ওয়ার্ড প্রটেক্টেড ফাইল।

ফাইল টি আন জিপ করতে পাসওয়ার্ড এর প্রয়োজন হবে। যারা থিম টি ক্রয় করবে তাদের কেই শুধু পাসওয়ার্ড দেওয়া হবে।


DownLoad



পরিশেষে আপনাদের সু সাস্থ কমনা করে আজকের টিউন এখানেই শেষ করতেছি। জানি না আজকের টিউন টি কেমন হয়েছে। অনেকে হয়ত ভাবতেছেন যে থিম ফ্রি দিবেন না শেয়ার করেন কেন এমন টিউন।

প্রিয় ভাই একটি কথা শুনেন , থিম তৈরি করতে আমাদেরও কয়েক দিন যাবত পরিশ্রম করতে হয়।

ফ্রি দেওয়া গেলে অবশ্যই দিয়ে দিতাম।

আশা করি বুঝতে পেরেছেন। অযথা আমার কাছে ফ্রি তে চেয়ে আমাকে লজ্জিত করবেন না। ধন্যবাদ।


ক্রেডিট ভাইঃ - এস সুদীপ বিডি ডট কম।

ট্যাগসঃ- থিম স্টোর ওয়ার্ডপ্রেস থিম ।। Theme Store Wordpress Theme,wordpress theme,wordpress custom login page,wordpress recent post code,wordpress popular post code,wordpress category code,wordpress single.php code,wordpress theme code,
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ ,
About Author
1 comment
Sort by