E-School Wordpress Theme । SchoolBD Wordpress Theme

E-School Wordpress Theme । SchoolBD Wordpress Theme

প্রিয় ভিসিটর,

আশা করি আপনি ভালই আছেন। আমিও মোটামুটি ভালই আছি। আজকে আমি ওয়ার্ডপ্রেসের কোন থিম টি নিয়ে রিভিউ দিতে চলেছি , আশা করি আজকের টপিকের টাইটেল দেখেই বুঝে গেছেন।


E-School Wordpress Theme । SchoolBD Wordpress Theme
School Wordpress Theme


আজকে আমি আপনাদের সামনে একটি জনপ্রিয় E School Wordpress Theme নিয়ে কথা বলব। আশা করি আপনি আমার সাথেই থাকবেন।


আজকের এই থিম টি আমার নিজের তৈরি। তবে এর ডিজাইন থিম বাজারের তৈরি। আমি ডিজাইন ঠিক রেখেই থিম টি তৈরি করেছি। থিম টি আমারও ভাল লাগে কিন্তু দুঃখের বিষয় থিম টি ফ্রি ছিল না তাই নিজেই এই থিমের ডেমো দেখে ক্লোন একটি ভার্সন তৈরি করেছি।


যাই হোক থিম টিতে এতই ফিচার রয়েছে যে , আমার তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে আর বেশি কথা নয় , তবে এই SchoolBD Wordpress Theme টির সম্পর্কে জেনে নেওয়া যাক।


# বিস্তারিত থিমের বৈশিষ্ট্যঃ

১। আমাদের এই ওয়ার্ড প্রেস থিমে কোনও প্লাগিন ব্যাবহার করতে হবে না। প্লাগিন ইনস্টল করা ছাড়াই সাইট তৈরী হবে। তবে আপনারা চাইলে প্লাগিন ব্যবহার করতে পারবেন।

২। কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই সম্পূর্ণ সাইট তৈরী করতে পারবেন।

৩। থিমের বডি ফুল এবং বক্স করতে পারবেন।

৪। ক্যাটাগরির টাইটেলের ডিজাইন কয়েকটি রয়েছে। যে কোন একটা ব্যবহার করতে পারবেন।

৫। অনেকেই নিউজ স্যোশাল মিডিয়াতে শেয়ার দিতে সমস্যার সম্মুখিন হন। যেমনঃ টাইটেল এবং ছবি শেয়ার হয় না কিন্তু সেটা আমাদের থিমে হবে না। কেননা আমরা স্যোশাল মিডিয়াতে শেয়ারের জন্য আলাদা কোড করে রেখেছি।


# আমাদের এই থিমে কি কি অপশন রয়েছে ?

১। ফেসবুক অফিসিয়াল পেইজ অপশন রয়েছে।

৩, সার্চ অপশন রয়েছে যাতে আপনি সহজেই শিরোনাম লিখে বিষয় টি খুজে পাবেন।

৪, আমাদের স্টাফ নামে একটা পেইজ তৈরী করা আছে যাতে করে আপনি আপনার সকল স্টাফ, তাঁদের ছবি, নাম এবং তাদের বিস্তারিত তথ্য রাখতে পারবেন।

৫, খুব সুন্দর একটি মেনুবার। মেনুবার এর সাব মেনু এবং সাব মেনু এর সাব মেনু রয়েছে। আপনি চাইলেই একাধিক সাব মেনু তৈরী করতে পারবেন।

৬, ফটো এবং ভিডিও গ্যালারীর জন্য আলাদা পেইজ তৈরি করা আছে। কারন আপনি আপনার ফটো এবং ভিডিও গুলো আপলোড দিয়ে রাখতে পারবেন।

৭, এই থিমের ফুটারে ৬ টি মেনু রয়েছে।

৮, স্ক্রল টু টপ বাটন দেয়া আছে কারন এক ক্লিক করে আপনি ওয়েবসাইটের একদম নিচ থেকে খুব সহজেই উপড়ে যেতে পারবেন।

১০, পোস্টটি শেয়ার করার জন্য স্যোশাল মিডিয়ার লিংক রয়েছে।

১১, সিঙ্গেল পোস্ট এর নিচে এ জাতীয় আরো নিউজের অপশন রয়েছে।

১২, সাইটের বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দেওয়ার জায়গা রয়েছে। আপনারা চাইলেই একই স্থানে একের অধিক এড দিতে পারবেন।

Theme Demo

থিম সেটআপে কোন প্রবলেম হলে ফেসবুক ম্যাসেজের মাধ্যমে প্রবলেম আমাদের জানাতে পারবেন আমরা তাৎক্ষনিক সমাধান দেয়ার চেষ্টা করবো। খুব জরুরী সমাধানের জন্য আমাদের মোবাইলও করতে পারবেন।


পরিশেষে আজকের এই থিম টি যদি কেউ নিতে চান , তবে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। থিম টি কেউ নিলে থিম টি আপনার সার্ভারে সম্পূর্ণ ফ্রিতে সেটআপ করে দেওয়া হবে। সকলের সু - সাস্থ কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

টাটা।


ক্রেডিট বাইঃ এস এম সুদীপ বিডি ডট কম।
ট্যাগসঃ 
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ ,
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!