Advertisement
কিভাবে Windows Auto Update বন্ধ করে রাখবেন।
SMsudipBD.Com

SMsudipBD.Com

Published:
Comments: 0

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

সবার মত আমি বলব না যে এস এম সুদীপ বিডি এর সাথে থাকলে সবাই ভালো থাকে।


তবে আমি চেস্টা করি সবাই কে ভালো রাখার।আর পরম করুনা ময় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি সবাই কে ভালো রাখেন।
আজ আমি আবার একটি বিষয়ে লিখতে চাচ্ছি। 

কিভাবে Windows Auto Update বন্ধ করে রাখবেন।

অনেকেই এই বিষয় পারেন।কিন্তু আমি আজ এই টিউটোরিয়াল দিচ্ছি তাদের জন্য যারা পারেন না।
আর যারা পারেন তাদের কে অসংখ্য ধন্যবাদ।

তবে শুরু করা যাক...
আপনার ল্যাপ্টপ বা পিসি এর সার্চ বারে টাইপ অরুন
Services
নিচের স্কিন শট টির মত আসবে।
ডেমোঃ -০১

Services
Services


এখন এই Services এর উপর ক্লিক করুন।নতুন ১ টি উইন্ডোজ ওপেন হবে।
ঠিক নিচের স্কিন শটের মত। মিলিয়ে নিন।
ডেমোঃ -০২

Services
Services


এই ওপেন হওয়া উইন্ডোজ এর যে কোন ১ টি লাইন এর উপর ক্লিক করুন।
এবং W প্রেস করুন।
ডেমোঃ -০৩

Services
Services



দেখুন W দিয়ে যত গুলো লাইন আছে সব গুলো দেখাচ্ছে।
আপনি এই লাইন গুলো একটু স্ক্রল করলে দেখতে পারবেন ১টি Windows Update নামে ১টি লাইন আছে।
এটিই আমাদের সেই ফাঙ্কশন।এই লাইন টিকে আমাদের একটু মোডিফাই করতে হবে।
Windows Update এর উপর ডাবল ক্লিক করুন।এবার দেখুন ছোট ১টি ট্যাব ওপেন হয়েছে।
ঠিক নিচের স্কিন শট এর মতন।মিলিয়ে নিবেন।
ডেমোঃ -০৪

Windows Auto Update
Windows Auto Update

এবার দেখুন Windows Update Enable আছে কিনা।যদি Enable থাকে তবে Disable করে দিবেন।
এর পর আগেই Ok করবেন না।আগে Apply করে নিবেন, এর পর Ok করুন।
ডেমোঃ -০৫

Windows Auto Update
Windows Auto Update

সব ঠিক ঠাক ভাবে যদি করে থাকেন , তবে এবার সব কিছু কেটে দিন।
আপনার Windows Auto Update বন্ধ হয়ে গেছে।

তবে এখানে ১টি সমস্যা আছে।সমস্যা টি হল এই Windows Auto Update ১টি নির্দিষ্ট সময় পর আবার Windows Auto Update চালু হয়ে থাকবে।
তাই আপনি যতবার নেট ব্যবহার করবেন তত বারি উক্ত নিয়মে বন্ধ করে নিবেন।

আর ডাটা কানেকশন লিমিটেড করে রাখবেন, তবে Windows Auto Update নিতে পারবে না।
আপনার ডাটা সেভ অবশ্যই হবে।

এত ক্ষন ধরে আমার এই টিউটোরিয়াল মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সময় ব্যয় করে ১ টি টিউন বানাই , অথচ আপনাদের মন্তব্য আমি পাই না। তখন মনে হয় আমার টিউন গুলো কারো উপকারে আসে না।
আপনাদের মন্তব্য পেলে নতুন আরেক টিউন নিয়ে হাজির হব খুব শিগ্রই।

আগামি টিউন হবেঃ-
কিভাবে ব্লগারের Widget/Section মোবাইল ভিসিবল করবেন

কোন অসুবিধা মনে হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।আজ আর বেশি কিছু লিখছি না।
অবশ্যই আমার ভুল গুলো ধরায় দিবেন , আমি চেস্টা করব আমার ভুল গুলো শোধরানোর।
সকলের মঙ্গল ময় জীবন, সুসাস্থ কামনা করে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি।
ভালো থাকবেন।
টাটা।

Post Player

0:00 0:00

Share

Post a Comment

Gallery Image