প্রশ্ন উত্তর ভিত্তিক ওয়েব সাইট তৈরি করুন মাত্র এক ক্লিকেই।
আজকের টিউনের শুরুতেই জানাই অন্তরের অন্তর স্থল থেকে টকটকে লাল গোলাপ এবং শ্বেত পুষ্পের শুভেচ্ছা ও অভিনন্দন।আশা করি আপনারা সকলেই খুব খুব ভালই আছেন। আর আমিও অনেক অনেক ভালই আছি , কেননা আমি সব সময় ভালর দলে।
এই কথা বলতে গিয়ে মনে পরে গেল , সেই দিনের কথা , যখন Bhoot-Fm এবং Dor-Fm চলত। সেখানে প্রায়ই রাসেল ভাই এই কথাটাই বলত।
আমি ভাল আছি , আমি সব সময় ভালর দলেই থাকি।
যাই হোক আজও খুব মিস করি , প্রতি শুক্রবার অপেক্ষায় থাকতাম কখন রাত ১ টা বাজবে। কোন একটি কারনে আজ আর এই Episod টি চলমান নয়।
যাই হোক আজ কোন বিষয়ে টিউন হতে যাচ্ছে , আপনারা ঠিকই বুঝে গেছেন। হ্যা, আজ আমি আপনাদের মাঝে প্রশ্ন উত্তর ভিত্তিক ওয়েব সাইট এর থিম শেয়ার করতে যাচ্ছি। আপনি হয়ত জানেন না এই থিম টি Wapkiz Theme এ নিয়ে আসতে আমার সর্বমোট ৬-৭ দিন সময় লেগেছে।
সম্পূর্ণ রুপে এই থিম টি আমি ক্লন করেছি।
তাই আপনি যদি নিজের নামে এই থিম টি চালিয়ে দেন , তবে অনেক কষ্ট পাব। এত কষ্ট করে আমি থিম তৈরি করি , আর আপনারা এই সামান্য ক্রেডিট টুকুও দিতে চান না।
আমি প্রায়শ দেখি , আমার থিম গুলো আপনারা নিজের নামে চালিয়ে দেন। কেন আপনারা এমন টা করেন , সেটা আমারও অজানায় রয়ে গেছে।
 |
Posno Wapkiz Theme 2021 |
আজকে আমি আপনাদের সাথে এই থিম টির পরিচয় করাব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পরযন্ত আমার সাথেই থাকবেন। আর আপনি যদি শুধু মাত্র এই থিম টির জন্য আজকের টিউন স্কিপ করে যান , তবে পরবর্তীতে আপনাকে আবারও এই টিউন টি পরতে আস্তে হবে। তাই টিউন স্কিপ করা বাদ দিন। মনোযোগ সহকারে পড়ুন , আশা করি এই থিম টি সেটআপ করতে আপনাদের কোন রুপ সমস্যা হবে না।
আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন আসতে পারে , যে গুলোর উত্তর আমি নিচে ধারাবাহিক ভাবে দিয়ে দিতেছি।
# প্রশ্ন উত্তর ওয়াপ কিজ থিম টি রেস্পন্সিভ কিনা ?
হ্যা, এই ওয়াপ কিজ থিম টি ফুল মোবাইল এবং পিসি রেস্পন্সিভ। এই থিম টি যে কোন ডিভাইজের স্কিনে ফিট হবে।
তবে আমি টিউনে যে সকল স্কিন শট ব্যবহার করব, সে গুলো ডেস্কটপ ভার্সনের। কেননা বর্তমানে পিসি / ডেস্কটপ ইউজার মোটেই কম নয়।
আর একটা ওয়েব সাইট রেস্পন্সিভ হওয়া খুবই জরুরী।
# প্রশ্ন উত্তর কি ধরনের ওয়াপ কিজ থিম ? এই থিমের কাজ কি ?
এই থিম টি তৈরি করা হয়েছে শুধু মাত্র বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন গুলোকে নিয়ে। ইউজার রা প্রতি নিয়ত যে সকল প্রশ্নের সম্মুখীন হয় , সে সকল প্রশ্নের যথা যথ উত্তর এই ওয়েব সাইট এর ইউজারাই দিয়ে দিতে পারবে। ফলে নিজেরাই নিজেদের সকল প্রশ্নের সমাধান করে ফেলবে।
বুঝতে পারেন নি তো। সহজ ভাবে বলতে গেলে এখানে ইউজার রা নিজেদের প্রশ্ন করবে। কোন ইউজার যদি সেই প্রশ্নের উত্তর জেনে থাকে তবে সে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আর উত্তর দিলে তার একাউন্টে ক্রেডিট পয়েন্ট যুক্ত হবে।
আর যদি এই থিমের কাজের কথা বলতে যাই , তবে যাই বলি না কেন কম হয়ে যাবে। এই থিম এমন ভাবে তৈরি করা হয়েছে , আপনাদের অনেক ভাল লাগবে।
এই থিমের প্রধান কাজ হল - সকল প্রশ্নের সমাধান দেওয়া। এখানে যে কেউ রেজিস্ট্রেশনের মাধ্যমে জয়েন হতে পারবে।
# এই থিমের হিডার সেকশনে কি কি আছে ?
এই থিমের হিডারে বেশ কিছু অপশন যুক্ত করা হয়েছে। যা ইউজার রা সহজেই নিজেদের প্রশ্ন এবং উত্তর খুজে পাবে।
 |
Header Section Wapkiz Theme |
এখানে ইউজার রা ছয় টি মেনু পেয়ে যাবে। মেনু ছয় টি আপনাদের সুবিধার্থে নিচে বর্ণনা করলাম।
যথাঃ -
- প্রশ্নোত্তর
- প্রশ্নসমূহ
- অনুত্তোর
- তকমা
- সদস্যবৃন্দ
- প্রশ্ন করুন
প্রশ্নোত্তরঃ - এখানে আপনি যে সকল প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে , সে গুলো প্রশ্ন দেখতে পাবেন।
 |
Questions And Answer |
প্রশ্নসমূহঃ - এখানে আপনি সকল প্রশ্ন গুলো প্রশ্ন দেখতে পাবেন। একানে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে সকল প্রশ্ন এক সাথেই দেখতে পারবেন।
 |
All Questions Wapkiz Theme |
অনুত্তোরঃ - এখানে আপনি যে সকল প্রশ্নের উত্তর প্রদান করা এখনো হয়নি , সেই সকল প্রশ্ন গুলো দেখতে পাবেন।
 |
Not Answers |
তকমাঃ - এখানে কোন ক্যাটাগরিতে কত টি প্রশ্ন রয়েছে , তা দেখতে পারবেন।
 |
Tags Wapkiz Theme |
সদস্যবৃন্দঃ - এখানে আপনি সকল রেজিস্ট্রেশন করা ইউজার দের দেখতে পারবেন।
 |
User Wapkiz Theme |
প্রশ্ন করুনঃ - এখানে আপনি , আপনার প্রশ্ন পোস্ট করতে পারবেন , সেই ফর্ম টি এখানে আপনি দেখতে পারবেন।
 |
| Do Post Wapkiz Theme |
# এই প্রশ্ন থিমের সাইডবার আছে কিনা বা দেখতে কিরুপ ?
সাইডবারঃ - এই থিম সাইডবার দুই ভাবে ডিজাইন করা হয়েছে। যদি মোবাইল ইউজার হন , তবে টোগল বটনের মাধ্যমে আপনি সাইডবার হাইড এবং শো করতে পারবেন।
আর আপনি যদি ডেস্কটপ ইউজার হন তবে সাইডবার রাইড সাইডে রেস্পন্সিভ ভাবে প্রদর্শিত হবে।
 |
Sidebar Wapkiz Theme |
# কি ভাবে নতুন ইউজার এই থিমের সাথে যুক্ত হবে !
নতুন ইউজার রা হেডে প্রবেশ নামক একটা অপশন পেয়ে যাবে , এখানে ক্লিক করে দুই টি অপশন পেয়ে যাবে। যেমনঃ-
প্রবেশঃ- এখানে ইউজার তার সদস্য নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে পারবে।
 |
Login Form Prosno Theme |
নিবন্ধনঃ- এখানে ক্লিক করলে তার সামনে একটি নতুন নিবন্ধনের ফর্ম খুলে যাবে। ফর্ম টি পুরন করে যে কেউ সদস্য পদ লাভ করতে পারবে।
 |
Register Form Prosno Wapkiz Theme |
আপনি লগিন করার পর বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এই থিমে সুন্দর একটি প্রফাইল ডিজাইন করা হয়েছে। আপনি যখন এই থিম টি ব্যবহার করবেন , বুঝতে পারবেন। আমি সকল বিষয়ে মোটামুটি একটা ধারনা দিতেছি মাত্র।
 |
User Pofile Page |
আপনার প্রফাইলে প্রবেশ করলে আপনি আরও চারটি অপশন পেয়ে যাবেন।যথাঃ -
- আমার বিশদ বিবরণ
- দেওয়াল
- ব্যক্তিগত বার্তা
- সকল প্রশ্ন
আমার বিশদ বিবরণ: - এখানে আপনি ইউজার সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এই পেজের সবার শেষে আপনার নিজের পাসওয়ার্ড পরিবর্তনের অপশন ও পেয়ে যাবেন। আমি এই পেজের স্কিন শট দিতেছি না , কারন এই পেজের সাইজ অনেক বড়। যদি ছোট করে দেই , তবে আপনারা ছবি দেখে কিছুই বুঝতে পারবেন না। তার পর ও ক্ষুদ্র আকারে ভেঙ্গে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেছি।
 |
Details User One |
 |
Details User Two |
পাসওয়ার্ড পরিবর্তনঃ - এই পেজের সবার শেষে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার একটি বটন দেখতে পারবেন। ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন।
 |
Change Password Wapkiz Prosno Theme |
দেওয়ালঃ - এই অপশন টি থাকার কারনে এই থিমের সকল ইউজার রা একে অপরের দেওয়ালে লিখতে পারবে। আশা করি এই অপশন টিও আপনাদের অনেক ভাল লাগবে।
 |
Blogs Wapkiz Prosno Theme |
ব্যক্তিগত বার্তাঃ - থিমে ব্যক্তিগত বার্তালাপ করার অপশন যুক্ত করা হয়েছে। যা একে অপরের সাথে কন্টাক্ট করার সুবিধা বহুগুনে বারিয়ে দিবে।
সকল প্রশ্নঃ - এই অপশনে ক্লিক করে আপনি ওই ইউজার এর সাম্প্রতিক সকল প্রশ্ন এবং উত্তর দেখতে পারবেন।
 |
Wapkiz User All Questions |
ফুটারঃ - আমি প্রায় মোটামুটি এই ওয়াপ কিজ থিমের সকল বিষয় নিয়ে কম বেশি ধারনা দিয়ে দিয়েছি।
শুধু বাকি ছিল এই ফুটার সেকশন। সেটিও আপনারা দেখে নিন।
 |
Footer Prosno Wapkiz Theme |
# প্রশ্ন থিমের বৈশিষ্ট্য গুলো কি কি ?
চলুন তবে এবার ফিরে আসি প্রশ্ন থিমে। এখন তবে জেনে নেওয়া যাক এই থিমের বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। বৈশিষ্ট্য গুলো নিচে ধারাবাহিক ভাবে দিলাম। যথাঃ -
- রেস্পন্সিভ ফ্রেন্ডলি প্রশ্ন থিম।
- খুব দ্রুত লোডিং টাইম।
- এটি একটি বাংলা থিম।
- ব্যক্তিগত মেসেজ সিস্টেম।
- সকল সেটিংস সহজ বোধ্য।
- ওয়াপ কিজের কন্ডিশন আপ্লাই করে ডিজাইন করা হয়েছে।
- স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন করা হয়েছে।
- এডসেন্স এর জন্য উপযুক্ত একটি থিম।
- সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ফ্রেন্ডলি এবং
- প্রশ্নের উত্তরের সংখ্যার ভিত্তিতে কালার পরিবর্তন আপডেট
থিম টির ডিজাইন সম্পর্কে যদি বলি , তবে এটি আমার তৈরি ডিজাইন নয়। আমি শুধু মাত্র এই থিম টি ওয়াপকিজে কনভার্ট করে নিয়ে এসেছি।
এই থিম টি শুধু মাত্র আপনি ওয়ার্ডপ্রেস পি এস পি স্ক্রিপ্ট হিসেবে পাবেন। থিম টি আমার ভালো লেগে যায় , আর এ কারনেই থিম টিকে ক্লন করে ওয়াপ কিজের জন্য তৈরি করতে লেগে পরি।
প্রায় এক সপ্তাহ এই থিমের পিছনে আমাকে খাটুনি করতে হয়েছে। থিম টির আপডেট করব অবশ্যই , যদি আপনাদের সঠিক মতামত পাই তবে।
এই ওয়াপ কিজ থিমের কপিরাইট কিছু তথ্যঃ -
Theme Name : Prosno Wapkiz Theme
Description : Prosno Wapkiz Theme, Prosno Uttor Wapkiz Bangla Theme,
Wapkiz Bangla Theme,Wapkiz All Questions Answer Bangla Theme.
Version : V1.0.0
Publish : 25 August 2021
Creator : Sudip Kumar Roy
Website : www.SMsudipBD.Com
Facebook : www.fb.com/smsudipbd
Twitter : www.twitter.com/smsudipbd
Notice : Do Not Use For Commercial Bussiness.
# কিভাবে এই প্রশ্ন ওয়াপকিজ থিম টি ডাউনলোড করবেন ?
হ্যা, এই থিম টি আপনি কোথায় পাবেন। খুব চিন্তার বিষয় তাই না। চিন্তার কোন কারন নেই। এই থিম টির সরাসরি ডাউনলোড লিংক আমি দিয়ে দিচ্ছি।
তার আগে অবশ্যই জেনে নিন। আমি যে ফাইল টি দিচ্ছি , এটি একটি জিপ ফাইল। আপনি যখন এটি ব্যবহার করবেন , ঠিক তখন এই ফাইল টি আন জিপ করে নিবেন। আন জিপ করার সময় আপনার একটি পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।
আন জিপ পাসওয়ার্ডঃ -
আপনাদের কমেন্ট পেলে ইনবক্সে পাসওয়ার্ড শেয়ার করব।
প্রশ্ন ওয়াপ কিজ থিম ডাউনলোডঃ-
এই প্রশ্ন থিম টি যে ভাবে ওয়াপকিজে আপলোড করবেনঃ -
আমি এখানে নতুন করে আর এ বিষয়ে আলোচনা করব না। যদি আপনি ওয়াপকিজ থিম সেটাপ করতে না পারেন , তবে নিচের টিউন টি একবার পরে নিন।
পরিশেষে , সকলের কাছে এই প্রার্থনা যে আজকের টিউনের লেখার স্পেলিং বা আমার ভূল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। আপনাদের মতামত পেলে নতুন থিম তৈরি করে আবারও শেয়ার করতে চলে আসব।
সকলের সুন্দর ও উজ্জ্বল জীবন কামনা করে আজকের টিউন এখানেই শেষ করতেছি।
ভালো থাকবেন। টাটা।
ক্রেডিট বাইঃ - এস এম সুদীপ বিডি ডট কম (Admin Of SMsudipBD.Com)
7 comments