Wordpress Category List Code । ওয়ার্ডপ্রেস ক্যাটেগরি লিস্ট কোড।

Wordpress Category List Code । ওয়ার্ডপ্রেস ক্যাটেগরি লিস্ট কোড।


প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ওয়ার্ডপ্রেস এর ক্যাটেগরি লিস্ট কোড শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি।

Wordpress Category List Code । ওয়ার্ডপ্রেস ক্যাটেগরি লিস্ট কোড।


Wordpress Category List Code । ওয়ার্ডপ্রেস ক্যাটেগরি লিস্ট কোড।

ওয়ার্ডপ্রেস পৃথিবীর জনপ্রিয় একটি ইন্সটলার। অধিকাংশ ওয়েব সাইট ওয়ার্ডপ্রেসের তৈরি। খুব সহজেই আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইট তৈরি করতে পারেবেন। আপনি সহজেই Wordpress থিম কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কি ভাবে Wordpress এর ক্যাটেগরি লিস্ট তৈরি করবেন।

...Lets Start...

বন্ধুরা ওয়ার্ডপ্রেস ক্যাটেগরি সাধারণত ওয়ার্ডপ্রেস থিমের সাইডবারে থাকে। আপনি চাইলে বিভিন্ন ভাবে ক্যাটেগরি ভিন্ন জায়গা থেকেও কানেক্ট করতে পারেন , সেটা আপনার উপর নির্ভর করবে।

নিচের কোড টি ওয়ার্ডপ্রেস থিমের Sidebar এ বসিয়ে দিবেন শুধু। এতেই আপনার থিমে আপনার তৈরি করা সকল ক্যাটেগরি লিস্ট দেখতে পারবেন। কিন্তু ক্যাটেগরি গুলো তখনি প্রদর্শিত হবে যখন ক্যাটেগরিতে সর্ব নিন্ম ১ টি করে ব্লগ/পোস্ট থাকবে। তাছাড়া ক্যাটেগরি ততক্ষন দেখা যাবে না।

Wordpress Category Code:-

<ul id="cat-list">
<div class="posttitle"><h4>Categoris</h4></div>
    <?php
        $categories = get_categories();
        foreach ( $categories as $category ) :
        $category_link = get_category_link( $category->term_id );
    ?>
    <li>
<a href='<?php echo $category_link; ?>' title='<?php echo $category->name; ?>' class='<?php echo $category->slug ?>'><b><?php echo $category->name ?></b><span class="cete_span"><b class="cete_count"><?php echo $category->count ?> Blogs</b></span></a>
    </li>
    <?php
        endforeach;
    ?>
</ul>

তো বন্ধুরা উপরোক্ত কোড টি যদি আপনাদের উপকারে আসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কি কোড চান সেটিও আমাদের সাইট এ কমেন্ট করে জানাতে পারেন। সেই বিষয়ে টিউন দিব।

আপনারা যদি আপনাদের টিউন আমাদের ওয়েব সাইট এ শেয়ার করতে চান , তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের টিউন লাখো পাঠকের কাছে আমরা পৌঁছে দিব। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন , সুস্থ থাকবেন।

ক্রেডিট বাইঃ- এস এম সুদীপ বিডি ডট কম।
ট্যাগঃ-Wordpress Category List Code । ওয়ার্ডপ্রেস ক্যাটেগরি লিস্ট কোড।,,wp_list_categories( array|string $args = '' ),how to display all categories in wordpress,How to Display the list of wordpress categories with their ids,get_the_category_list,wp_list_categories filter,get_categories,get_categories limit,wp_list_categories style,wordpress get_categories,wordpress list categories shortcode,wordpress get all categories and subcategories,
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ , ,
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!