নিজেই সকল সিমের টাকা কেটে নেয়া সার্ভিস বন্ধ করুন ২০২২

নিজেই সকল সিমের টাকা কেটে নেয়া সার্ভিস বন্ধ করুন ২০২২


হেলো বন্ধুরা , কেমন আছো সবাই।
আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি টিউন শেয়ার করব।
আজকের টিউন আপনাদের সকলেরই কাজে আসবে। তাই টিউন টি অবশ্যই পড়ুন।

...Lets Start...

আজকে আমি আপনাদের মাঝে সেয়ার করব
Grameen, Banglalink, Robi, Airtel, Teletalk
সিমে বিভিন্ন মেসেজ এসে টাকা কাটা সার্ভিস গুলো কিভাবে বন্ধ করবেন।

প্রায়ই আমাদের ব্যবহিত সিমে আমাদের অজান্তে ভূল বসত কিছু অপ্রয়োজনীয় সার্ভিস চালু হয়ে যায় ,
যার কারণে আমাদের সিম থেকে অটোমিটিক টাকা কেটে নেয় , যা আমরা কখনই চাই না।
আবার অনেক সময় আমরা নিজেরাও সার্ভিস চালু করে থাকি , যার কারণে পরবর্তীতে টাকা কেটে নিতেই থাকে।


নিজেই সকল সিমের টাকা কেটে নেয়া সার্ভিস বন্ধ করুন ২০২২

নিজেই সকল সিমের টাকা কেটে নেয়া সার্ভিস বন্ধ করুন ২০২২


কিন্তু এসব টাকা কেটে নেওয়া সার্ভিস গুলো কিভাবে বন্ধ করতে হয় তা আমাদের মধ্যে অনেকেই জানে আবার অনেকেই জানেনা।
চলুন তবে , আজ দেখে নেয়া যাক, কিভাবে সকল সিমের টাকা কাটা সার্ভিস গুলো বন্ধ করবেন।

# কিভাবে গ্রামীন সিমের সকল টাকা কাটা সার্ভিস গুলো বন্ধ করবেন ?

*121*6*1#

উপরোক্ত নাম্বার টি আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাড এ ডায়াল করে অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করুন।
অথবা

158

এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানাবেন।
আপনাকে ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।

# কিভাবে বাংলালিংক সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন ?

*121*7*1*2*1#

উপরোক্ত নাম্বার টি আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাড এ ডায়াল করে অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করুন।
অথবা

158

এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানাবেন।
আপনাকে ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।

# কিভাবে বন্ধ রবি সিমের সকল টাকা কাটা সার্ভিস করবেন ?

*9#

উপরোক্ত নাম্বার টি আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাড এ ডায়াল করে অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করুন।
অথবা

158

এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানাবেন।
আপনাকে ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।

# কিভাবে এয়ারটেল সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন।

*9#

উপরোক্ত নাম্বার টি আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাড এ ডায়াল করে অপ্রয়োজনীয় সার্ভিস গুলো বন্ধ করুন।
অথবা

158

এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানাবেন।
আপনাকে ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।

# কিভাবে টেলিটক সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন।

STOP ALL লিখে মেসেজ দিন 335 নাম্বারে।
অথবা 

158

এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানাবেন।
আপনাকে ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।

এছারাও যদি -
সার্ভিস বন্ধ করার পরও অযথা টাকা কাটে তবে

100

ডায়াল করে বিটিআরসির কাছে অভিযোগ জানান।

প্রিয় বন্ধুরা , আশা করি আজকের টিউন টি আপনাদের অনেক উপকারে আসবে।
এ রকম নতুন নতুন টিউন পেতে নিয়মিত এস এম সুদীপ বিডি ডট কম ভিসিট করতে ভুলবেন না।

পরিশেষে সকলেরই সু - সাস্থ কামনা করে আজকের টিউন এখানেই শেষ করতেছি।
কথা হবে আবারও নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।
টাটা। বাই বাই।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
Know For Sharing.
Tag:- নিজেই সকল সিমের টাকা কেটে নেয়া সার্ভিস বন্ধ করুন ২০২2,gp offers 2022,robi offers,free net 2022,free 1gb,all free net,tips and tricks,banglalink free net,airtel offers 20222,
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ ,
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!