২০২১ ইং শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ)

২০২১ ইং শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ)


প্রিয় এস এস সি শিক্ষার্থী বন্ধুরা ,
আজকে আর জানতে চাচ্ছি না , আপনি কেমন আছেন। হয়ত আপনার আশানুরুপ ফলাফল হয়নি।

পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ)

পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ)


আর সে কারনেই আপনি এই টিউন টি পরতেছেন। আর আজকে আমি আপনাদের কোন বিষয়ে লিখতে যাচ্ছি , সেটি আপনারা হয়ত টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন।
আজকে আর আমি কথা বারাব না সরাসরি টিউনের মূল বিষয়ে ফীরে আসা যাক।

...Lets Start...

মানুষ মাত্রই ভূল হয় , আর সে কথার ভিত্তিতেই আপনি যদি মনে করেন আপনার এস এস সি এর ফলাফল পুনঃনিরীক্ষণ করা অতি প্রয়োজন তবে , আপনি সঠিক জায়গায় এসেছেন।
আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কি ভাবে আপনি আপনার এস এস সি এর ফলাফল পুনঃ নিরীক্ষণ এর জন্য আবেদন করবেন।

# কিভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ করবেন ?

বর্তমান যুগ ডিজিটাল যুগ। আর এ কারনেই আগের মত ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই।
আপনি চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন।

# আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য কি কি লাগবে ?

  1. টেলিটক সংযোগ সহ একটি স্মার্ট মোবাইল ফোন। (শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব)
  2. মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। (প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরীতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা)
  3. আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত মোবাইল নম্বর বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন কোন সমস্যা নেই)

# ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে এস  এম এস করবেন কি ভাবে ?

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে আপনাকে লিখতে হবে -
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর বড় হাতের<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উদাহরন স্বরূপঃ -  

RSC DHA 151327 101

উল্লেখ্য আপনি একটি এস এম এস এ একই সাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় গুলোর কোড আলাদা ভাবে লিখতে হবে।
যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ - 
RSC<স্পেস>DHA<স্পেস>151327<স্পেস>101,107

বিদ্রঃ - প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে।
যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরীতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে।
যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে।
আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ -
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর মোবাইল নম্বর)

উদাহরণ স্বরূপঃ -

  1. RSC YES 12345 017XXXXXXXX (Gp নম্বর)
  2. RSC YES 12345 019XXXXXXXX (Bl নম্বর)
  3. RSC YES 12345 018XXXXXXXX (Robi নম্বর)

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পুনঃনিরীক্ষণ এর ফলাফল আবেদনের সময় প্রদত্ত করা নাম্বারে জানিয়ে দিয়া হবে।

ক্রেডিট বাইঃ- এস এম সুদীপ বিডি ডট কম
Tags:- ২০২১ ইং শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ),অনার্স ৪র্থ বর্ষ ফলাফল বোর্ড চ্যালেঞ্জ,বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 2021 কবে দিবে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পুনঃনিরীক্ষণ ২০২১,জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পুনঃনিরীক্ষণ ২০২০,অনার্স থার্ড ইয়ার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট,বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২১,জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষ রেজাল্ট পুনঃনিরীক্ষণ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পুনঃনিরীক্ষণ ২০১৯
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!