Google Analytics কি ? কিভাবে Google Analytics Account খুলতে হয় জেনে নিন।

Google Analytics কি ? কিভাবে Google Analytics Account খুলতে হয় জেনে নিন।

 
প্রিয় বন্ধুরা ,
আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকল কেই এস এম সুদীপ বিডি এর পক্ষ্য থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

Google Analytics কি ? কিভাবে Google Analytics Account খুলতে হয় জেনে নিন।

Google Analytics কি ? কিভাবে Google Analytics Account খুলতে হয় জেনে নিন।

আজকে ২ -৩ দিন পর আপনাদের অনুরোধে আবারও লিখতে বসলাম। আপনারা আমাকে ফেসবুকে বলেছেন যে আমি যেন Google Analytics সম্পর্কে টিউটোরিয়াল লিখি। অনেকেই হয়ত এই আর্টিকেল এর জন্য অপেক্ষা করতেছেন।

শুরু তেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর্টিকেল দিতে ২ - ৩ দিন সময় নেওয়ার জন্য। ব্যস্ততার কারনে আপনাদের আগের মত আর নতুন কিছু উপহার দিতে পারি না। যাই হোক আজকে আমি কোন বিষয়ে আর্টিকেল লিখতে যাচ্ছি টা হয়ত আপনারা বুঝে গেছেন।

হ্যা আজ আমি আপনাদের সামনে Google Analytics এর সকল খুটি নাটি বিষয় গুলো আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আপনারা টিউনের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন।
 
...Lets Start...

সর্ব প্রথমে যে প্রশ্ন টি আমাদের সামনে চলে আসে , সেটি হল - Google Analytics কি ?
প্রথমে আমার মনেও আপনাদের মতই এই একই প্রশ্নের উদয় হয়েছিল। আমিও প্রথমে বুঝতাম না Google Analytics কি ? আর কিভাবে কাজ করে।

Google Analytics সাধারণত আপনার ওয়েব সাইট কে রিচার্জ করে। আমরা আমাদের ওয়েব সাইট এর জন্য কত কিনাই না করে থাকি।

যেমন কত রকমের আর্টিকেল লিখি। কত রকমের ছবি আপলোড করি। কত রকমের লিংক শেয়ার করি। আরও কত আকর্ষণীয় কত কিছু করি। কিন্তু আমরা কিভাবে বুঝব যে উক্ত বিষয় গুলো কত জন ব্যক্তির কাছে পৌঁছে গেছে।

আমাদের ওয়েব সাইট এ ইউজার রা কোন কোন বিষয় গুলো বেশি বেশি সার্চ করতেছে।বর্তমানে কত জন ইউজার আমাদের ওয়েব সাইট এ এক্টিব আছে। প্রতিদিন কত জন ইউজার আমাদের ওয়েব সাইট ভিসিট করতেছে।

এই সকল বিষয় Google Analytics আমাদের সামনে তুলে ধরে। ফলে সহজেই আমরা আমাদের ওয়েব সাইট এর Keyword Recharge করতে পারি।

ইউজার রা যে সকল আর্টিকেল বেশি বেশি পরতেছে। ওই সকল রিলাটেড আর্টিকেল লিখতে পারবেন। এতে করে আমাদের ওয়েব সাইট এর ভিসিটর দিন দিন বেড়েই যাবে।

অনেকের মনেই প্রশ্ন চলে এসেছে কি ভাবে Google Analytics Account Create করবেন। হ্যা বন্ধুরা এখন আপনাদের সামনে তুলে ধরব - কি ভাবে আপনি আপনার ওয়েব সাইট বা এপ্স এর জন্য Google Analytics একাউন্ট তৈরি করবেন। ভয় পাওয়ার কিছুই নেই।

Google Analytics একাউন্ট খোলা এক দম সহজ। আপনারা শুধু আমার স্কিন শট অনুযায়ী প্রত্যেক টি ধাপ অনুসরণ করবেন।

প্রথম ধাপঃ-

আমাদের সর্ব প্রথমেই যেতে হবে https://analytics.google.com/ ওয়েব সাইট এ। উক্ত লিংকে ভিসিট করলেই নিচের স্কিন শটের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।

Start Measuring SMsudipBD.Com

Start Measuring SMsudipBD.Com

লক্ষ্য করুন সবুজ বক্সের ভিতরে লেখা আছে Start Measuring । এখানে ক্লিক করুন। নিচের স্কিন শটের মত একটি ইন্টারফেস আসবে।

দ্বিতীয় ধাপঃ-

My New Account Name

My New Account Name


উক্ত বক্সে আপনার Account এর নাম দিবেন। Google Products & Services এ টিক দিয়ে সবার নিচের Next এ ক্লিক করবেন।

তৃতীয় ধাপঃ-

Proparti Name SMsudipBD.Com

Proparti Name SMsudipBD.Com

এবার আপনাকে এই ধাপে Property Name দিতে হবে এবং Country অপশন থেকে বাংলাদেশ সেলেক্ট করে নিবেন , সেই সাথে আপনার ওয়েবসাইট এর URL দিয়ে Next ক্লিক করুন।৷ বুজতে যদি সমস্যা হয় স্কিন শট টি দেখুন।


চতুর্থ ধাপঃ-

Agreement Google Analytics

Agreement Google Analytics

স্কিন শটে দেখানো জায়গা গুলতে টিক চিহ্ন দিয়ে Create বাটনে ক্লিক করুন। আপনাকে একটি Popup Window Show করাবে। 

পঞ্চম ধাপঃ-

Popup Window Google Analytics

Popup Window Google Analytics

আবারও United States থেকে Bangladesh করে দিয়ে , এবার আপনাকে Google Analytics এর Terms & Conditions গুলো পড়তে বলা হবে । আপনি Terms & Conditions গুলো পরে I Agree বাটনে ক্লিক করবেন।

ষষ্ঠ ধাপঃ-

Website Url Submit Google Analytics

Website Url Submit Google Analytics

এবার আপনি Web এ ক্লিক করে বা Android App অথবা Ios App এ ক্লিক করে আপনার কাক্ষিত Web Site Url Set করবেন।

নিচের স্কিন শট টি লক্ষ্য করুন। আমার একটি ওয়েব সাইট আছে তাই আমি Web এ ক্লিক করে Website Url দিয়ে দিয়েছি।

Website Url Submit Box Google Analytics

Website Url Submit Box Google Analytics


সপ্তম ধাপঃ-

আমাদের কাজ প্রায় শেষ। এখন আপনাকে যা করতে হবে টা হলো আপনার ওয়েব সাইট এর <head> Tag এর পরে এবং </head> Tag এর পূর্বে নিচের Google Analytics এর কোড টি বসিয়ে দিতে হবে।


Google Analytics Tag Code

Google Analytics Tag Code

আপনার সকল কাজ এবার শেষ। কিছুক্ষন অপেক্ষা করুন , আপনার ওয়েব সাইট এর সকল তথ্য এখানে লাইভ দেখতে পারবেন। আপনার ওয়েব সাইট এ কত জন এক্টিব আছে। কোন কোন বিষয় গুলো সার্চ করা হচ্ছে। ওন দেশ থেকে কত জন ভিসিটর আসতেছে যাচ্ছে ইত্যাদি।

পরিশেষে বন্ধুরা আজকে টিউনের এক দম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি। সে কারনে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে , কথা হবে নতুন কোন টিউনে। সেই পর্যন্ত সকলেই ভালো ও সুস্থ থাকুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের টিউন এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

টাটা।
ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
Tag:- Google Analytics কি ? কিভাবে Google Analytics Account খুলতে হয় জেনে নিন।,কিভাবে ব্লগারে গুগল এনালাইটিক যুক্ত করবেন,গুগল অ্যানালিটিকস কি? গুগল অ্যানালিটিকস কিভাবে শিখবেন?,মোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম।
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author
2 comments
Sort by

  1. Thanks so much sir
    I requested for the topoic on Facebook I really appreciate you for taking your time to post
    So I want to ask what name will I give in Property name
    Also can I put the Google Analytics code on my meta tag in wapkiz

    ReplyDelete
    Replies
    1. Property name given any name , as your wich. And put the Google Analytics code in head Tag.
      Thanks For Your Lovely FeedBack.

      Delete